Viral News: এক যুগ পর চুরির টাকা ফেরালেন চোর, ক্ষমা চেয়ে লিখলেন চিঠিও

Dhaka: চিঠিতে লেখা, 'আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ মনে নেই। ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ বা এর থেকে কম বেশি হতে পারে। আমি আমার ভুল স্বীকার করছি। আমি খুবই লজ্জিত ও অনুতপ্ত। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যে অন্যকে ক্ষমা করে, তাকে আল্লাহ ক্ষমা করে।"

Viral News: এক যুগ পর চুরির টাকা ফেরালেন চোর, ক্ষমা চেয়ে লিখলেন চিঠিও
এই চিঠি, সঙ্গে খাম। Image Credit source: Social Media
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 10:15 PM

ঢাকা: ১২-১৩ বছর আগের ঘটনা। কত টাকা চুরি করেছিলেন ঠিকমতো মনেও নেই আজ আর। তবু মনে হল, ক্ষমা চাওয়া দরকার। শুধু ক্ষমাই নয়, টাকাও ফেরানো উচিত। তাই ৩ হাজার টাকা, সঙ্গে একটি ক্ষমাপত্র রেখে গেল চোর। সাতসকালে দোকান খোলার সময় সেই চিঠি আর টাকা পেয়ে চোখ কপালে উঠল ফরিদপুরের পোলট্রি ব্যবসায়ীর। এক যুগ আগের ঘটনা। এমনও যে হতে পারে, বিশ্বাসই হচ্ছে না তাঁর।

ফরিদপুরের মধুখালির বাঙ্গাবেড়িয়ায় পোলট্রি ব্যবসা কাইয়ুম মল্লিকের। বহু বছর ধরে এই ব্যবসা তাঁর। বুধবার দোকান খুলতে গিয়ে দেখেন একটি খাম রাখা। খাম খুলতেই বেরিয়ে এলো একটি চিঠি। হাতে লেখা নয়, ছাপা। সঙ্গে ৩ হাজার টাকা নগদ।

চিঠিতে লেখা, ‘আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ মনে নেই। ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ বা এর থেকে কম বেশি হতে পারে। আমি আমার ভুল স্বীকার করছি। আমি খুবই লজ্জিত ও অনুতপ্ত। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যে অন্যকে ক্ষমা করে, তাকে আল্লাহ ক্ষমা করে। এই আশায় ১২-১৩ বছর পর এই সামান্য টাকা দিয়ে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম।’

কাইয়ুম মল্লিকের কথায়, রোজকার মতো বুধবার দোকান খুলতে এসে শাটারের পাশে খামটি দেখে ঘাবড়ে গিয়েছিলেন। পরে খাম খুলতে যা দেখলেন, তাতে তো অবাক হয়ে যান তিনি। কাইয়ুম বলেন, “প্রার্থনা করি উনি যেন সুখে থাকেন। আমি ওনাকে মন থেকেই ক্ষমা করে দিয়েছি।”