Viral Video: চলন্ত বাইকে বসে থাকা মহিলার মাথায় দড়াম করে পড়ল বিশাল নারকেল, তারপর যা হল, ভিডিয়োতেই দেখুন
Bike Accident: রবিবার জালান তেলুক কুম্বারে ঘটা এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ভাইরাল। বাইকের পিছনের সিটে বসে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা।
দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে যেতে পারে। পথে ঘাটে চলার সময় কখন কী আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আগে থেকে আমরা কেউই তার আন্দাজ করতে পারি না। মালেশিয়ার এক ছোট শহরের রাস্তার ওপর এমন এক ঘটনা ঘটেছে যা দেখে আতঙ্কিত হওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। রবিবার জালান তেলুক কুম্বারে ঘটা এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ভাইরাল। বাইকের পিছনের সিটে বসে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় তাঁর মাথার ওপর গাছ থেকে পড় ইয়াব্বড় একটি নারকেল। মাথায় হেলমেট ছিল বলে এ যাত্রায় কোনও ক্রমে প্রাণ বেঁচে গিয়েছে ওই মহিলার। রেডিট নামের সোশ্যাস মিডিয়া সাইটে এই ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। ওই বাইকের পিছনে থাকা একটি গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে পাওয়া খবর থেকে জানা গিয়েছে ওই বাইকটি জর্জ টাউন থেকে তেলুক কুম্বারের দিকে যাচ্ছিল।
ভিডিয়োতে দেখা গিয়েছে মাথায় নারকেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা মাঝ রাস্তায় বাইক থেকে পড়ে গিয়েছিলেন। ওই মহিলার মাথায় যে নারকেলটি পড়েছিল তা কোনওভাবেই একটি বাস্কেটবলের তুলনায় কম নয়। এত জোরে নারকেলটি মাথায় পড়েছিল মহিলার মাথা থেকে হেলমেটটি মাটিতে পড়ে যায়। এমন ঘটনা দেখে বাইকের পিছনে থাকা গাড়িটি সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল। অন্য যে মহিলা বাইক চালাচ্ছিলেন সঙ্গীকে পড়ে যেতে দেখে রাস্তার ধারে সে বাইকটি থামিয়ে দেয় এবং তাঁকে সাহায্যের জন্য ছুটে আসে। আশেপাশে থাকা অনেকেই ছুটে এসে পড়ে যাওয়া মহিলাকে তোলে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।