মৃত্যুর খবর মিলতেই জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনে বয়সের সীমা বাঁধল বেলজিয়াম

জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পরেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এক মহিলার। এরপর তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর মিলতেই জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনে বয়সের সীমা বাঁধল বেলজিয়াম
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 28, 2021 | 4:55 PM

বেলজিয়াম: করোনা (Covid) দাপটের প্রভাব পড়েছে সারা বিশ্বে। ভ্যাকসিন (Vaccine) এলেও এখনও পুরোপুরি নিস্তার পাওয়া যায়নি করোনার হাত থেকে। আমেরিকা, ব্রাজিলের পরে মৃত্যু সংখ্যায় ভারতের স্থান তৃতীয়। অনেক ক্ষেত্রে আবার ভ্যাকসিন নেওয়ার পরেও মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এর জেরে এবার কঠিন সিদ্ধান্ত নিল বেলজিয়াম।

করোনার বাড়বাড়ন্তর কারণে অনেক ভ্যাকসিন নিয়েছেন এই দেশে। তবুও সুরাহা মেলেনি। ভ্যাকসিন নেওয়ার পর ৪০ বছর বয়সী এক মহিলার হাড় হিম করা পরিণতি সামনে আসার পরেই বেলজিয়াম সরকার কড়া পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পরেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই মহিলার। এরপর তাঁর মৃত্যু হয়।

সিঙ্গল ডোজ়ের এই ভ্যাকসিন আপাতত ৪১ বছরের কম বয়সীদের জন্য বাতিল করেছে বেলজিয়াম সরকার। দেখা গিয়েছে, ৪১ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিন সুরক্ষিত নয়। তাই জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন বাতিল করেছে বেলজিয়ামের সরকার।

অন্যান্য যে সব ভ্যাকসিন এই দেশে চালু ছিল তা ভবিষ্যতেও থাকবে। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ়ের ভ্যাকসিন চালু হবে কিনা তা আগামী দিনে জানা যাবে। বেলজিয়াম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির সঙ্গে আলোচনা করে আগামী সিদ্ধান্ত জানানো হবে।