আফগানে তালিবান ফিরতেই থরহরিকম্প আমেরিকায়, রাজধানীতে বোমাতঙ্ক, তটস্থ পুলিশ

মার্কিং কংগ্রেসের বাইরে থাকা একটি ট্রাকে বিস্ফোরক মজুত থাকার খবর মিলেছে।

আফগানে তালিবান ফিরতেই থরহরিকম্প আমেরিকায়, রাজধানীতে বোমাতঙ্ক, তটস্থ পুলিশ
ছবি-Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 12:52 AM

ওয়াশিংটন ডিসি: আফগানিস্তানে তালিবান ক্ষমতা ফিরে পেতেই থরহরিকম্প আমেরিকার রাজধানীতে। ক্যাপিটোল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিং কংগ্রেসের বাইরে থাকা একটি ট্রাকে বিস্ফোরক মজুত থাকার খবর মিলেছে। এই ঘটনার পরই গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। কংগ্রেসের লাইব্রেরী এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণ তারই আশেপাশে বোমা মজুত করে রাখা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বোমা মজুত থাকার তথ্য এসে পৌঁছনর কয়েক মিনিটের মধ্যেই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই আশেপাশের সমস্ত বিল্ডিংও খালি করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত না বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হচ্ছে, ততক্ষণ কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। যে কারণে ক্যাপিটোলের অফিস বিল্ডিং-সহ সেনেট এবং কংগ্রেস খালি করে দেওয়া হয়েছে। ছুটির মরসুম থাকায় অবশ্য দুই কক্ষের কোথাও বেশি ভিড় ছিল না। তবে প্রশাসন নিশ্চিত করতে চাইছে যাতে ঝুঁকিবহুল এলাকা পুরোপুরি জনমানব শূন্য থাকে। পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যাতে কেউ বেশি ভয় না পান, কিন্তু যেভাবে রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ দফতর খালি করা হচ্ছে, তাতে ভয় উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, মার্কিং সংসদের পর সেখানকার সুপ্রিম কোর্টও খালি করে দিয়েছে প্রশাসন।

দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশির পর যদিও কোনও বিস্ফোরকই শেষ পর্যন্ত উদ্ধার হয়নি। তবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় যার মাধ্যমে এই বোমাতঙ্ক ছড়িয়েছিল। কী কারণে সে এমন হুমকি দিল জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: মুখোশ খুলছে তালিবানের, স্বাধীনতা দিবসের মিছিলে নির্বিচারে গুলি, হতাহত অনেকে