Jair Bolsonaro: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে তল্লাশি, ফোন বাজেয়াপ্ত করল পুলিশ
Brazil Police: কোভিডের টিকাকরণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারে বিরুদ্ধে। সে সময় প্রেসিডেন্টের পদে ছিলেন বলসোনারো। তাঁর আমলেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে টিকাকরণ নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ ওঠে। টিকা নেননি এ রকম অনেক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে কোভিড টিকাকরণের ডেটাবেসে দেখানো হয়েছে বলে অভিযোগ।
ব্রাসিলিয়া: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে হানা দিল ব্রাজিলের ফেডেরাল পুলিশ। বুধবার বলসোনারোর বাড়িতে ব্রাজিল পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি সূত্রে। এমনকি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। কোভিডের টিকাকরণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারে বিরুদ্ধে। সে সময় প্রেসিডেন্টের পদে ছিলেন বলসোনারো। তাঁর আমলেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে টিকাকরণ নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ ওঠে। টিকা নেননি এ রকম অনেক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে কোভিড টিকাকরণের ডেটাবেসে দেখানো হয়েছে বলে অভিযোগ। আবার টিকা পেয়েও কোভিড ডেটাবেসে নাম ওঠেনি, সেই অভিযোগও উঠেছে। এ নিয়েই তদন্তে নেমেছে ব্রাজিল পুলিশ।
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে রেড করল ব্রাজিল পুলিশ। এই হানার ব্যাপারে ব্রাজিল ফেডেরাল পুলিশের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকাকরণের তথ্য নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য ক্ষেত্রে তথ্য জালিয়াতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ১৬টি তল্লাশি চালিয়েছে পুলিশ। রিও ডি জেনিরো থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বলসোনারো ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মাউরো সিড নামের এক ব্যক্তিকে ব্রাজিল পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। যদিও ব্রাজিল পুলিশের বিবৃতিতে বলসোনারো বা মাউরোর নাম উল্লেখ করা হয়নি। যদিও ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো টিভি দেখিয়েছে, বলসোনারোর ব্রাসিলিয়ার কনডোমিনিয়াম কমপ্লেক্সের বাড়িতে ঢুকছে ব্রাজিল পুলিশ।
কোভিড অতিমারিতে টিকাকরণের সময় ব্রাজিলের তৎকালীন প্রেসিডন্ট বলসোনারো একাধিক বার কোভিড টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে অনেক ব্যক্তির টিকা নেওয়ার শংসাপত্রে জালিয়াতি হয়েছিল। আমেরিকার যাওয়ার শর্তপূরণের উপর নির্ভর করে এই পরিবর্তন হয়েছিল বলে অভিযোগ। যদিও বলসোনারোর দলের তরফে এই পুলিশি রেডের বিষযে এক টুইটে লিখেছে, “আমরা বিচারব্যবস্থার উপর বরসা রাখছি। বিচার ব্যবস্থা জানাবে বলসোনারো কোনও অবৈধ কাজ করেছেন কি না।”