আস্থা ভারত বায়োটেকেই, ২ কোটি কোভ্যাকসিনের ডোজ় কিনছে ব্রাজিল

করোনা সংক্রমণ (COVID-19) নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে ব্রাজিল। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ায় বিশ্বে মোট আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। এখনও অবধি মোট ১ কোটি ৩৯ লাখ ৩হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

আস্থা ভারত বায়োটেকেই, ২ কোটি কোভ্যাকসিনের ডোজ় কিনছে ব্রাজিল
তৃতীয় দফার ট্রায়ালের পর একথা জানিয়েছে সংস্থা
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 1:19 PM

ব্রাসিলিয়া: করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল(Brazil), সেই মুহূর্তেই ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়াল ভারত (India)। দেশীয় সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)-র কাছ থেকে দুই কোটি কোভ্যাকসিন (Covaxin)-র ডোজ় কিনছে ব্রাজিল। ইতিমধ্যেই সংস্থার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে, আগামী মার্চ থেকে মে মাসের মধ্যেই সে দেশে পৌছে যাবে করোনা টিকা।

গতবছরের মাঝামাঝি সময় থেকেই করোনা সংক্রমণ (COVID-19) নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে ব্রাজিল। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ায় বিশ্বে মোট আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ব্রাজিল। এখনও অবধি মোট ১ কোটি ৩৯ লাখ ৩হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। বৃহস্পতিবারই সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছেন ১৫৪১ জন, এই মিলিয়ে মোট ২ লাখ ৫১ হাজার ৬৬১ জন প্রাণ হারিয়েছেন সংক্রমণের কারণে।

আরও পড়ুন: মন গলেছে সেনা প্রত্যাহারে, ৭৫ মিনিটের ফোনালাপ ভারত ও চিনের বিদেশমন্ত্রীর

এই পরিস্থিতিতে দেশীয় পদ্ধতিতে তৈরি করোনা টিকার উপরই ভরসা রেখেছে ব্রাজিল। বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, মোট ১.৬ বিলিয়ন রিয়াস (ব্রাজিলের মুদ্রা) অর্থাৎ ২ লাখ ৯০ হাজার ডলারের বিনিময়ে কোভ্যাকসিন কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী মার্চ মাসেই প্রথম দফায় ৮০ লাখ ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।

করোনা টিকা আমদানির কাজে গতি আনতে ব্রাজিলের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহেই নিলাম প্রক্রিয়ার নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: ভারত বনধ আপডেট: সকাল থেকেই বন্ধ অধিকাংশ দোকান, স্তব্ধ পণ্যবাহী যান চলাচল