Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Qatar World Cup: উদ্বোধনী থেকে ফাইনাল, কাতার বিশ্বকাপের ৬৪ ম্যাচ দেখে রেকর্ড যুবকের

FIFA World Cup: বিশ্বকাপ শুরুর আগেই তিনি চলে এসেছিলেন কাতারে। বুক করেছিলেন সমস্ত ম্যাচের টিকিট। এবং সমস্ত ম্যাচেই উপস্থিত ছিলেন।

Qatar World Cup: উদ্বোধনী থেকে ফাইনাল, কাতার বিশ্বকাপের ৬৪ ম্যাচ দেখে রেকর্ড যুবকের
বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখা থিও
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 7:28 PM

দোহা: কাতারে আয়োজিত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়্ন হয়েছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপে একাধিক নতুন রেকর্ডও তৈরি হয়েছে। এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের এক ইউটিউবার কাতার বিশ্বকাপে গড়েছেন নতুন রেকর্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল। দোহার আটটি স্টেডিয়ামে হওয়া ৬৪টি ম্যাচেই উপস্থিত ছিলেন ওই ব্রিটিশ ইউটিউবার। এই ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন ওই যুূবক। এই নতুন উদ্যোগের জন্য প্রশংসাও মিলেছে। এমনকি ফিফাও এই কাজের জন্য অভিবাদন জানিয়েছেন ওই যুবককে। বিষয়টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ব্রিটিশ ওই ইউটিউবারের নাম থিও ওগদেন। বিশ্বকাপ শুরুর আগেই তিনি চলে এসেছিলেন কাতারে। বুক করেছিলেন সমস্ত ম্যাচের টিকিট। এবং সমস্ত ম্যাচেই উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্ডে থিও লিখেছেন, “কী অসাধারণ বিশ্বকাপ। বিশ্বকাপের ৬৪ ম্যাচেই উপস্থিত ছিলাম। আর্জেন্টাইনরা বিশ্বকাপ নিয়ে গেল। হরেক রকম অভিজ্ঞতা। অনেক আবেগ। সকলকে ধন্যবাদ।” এই পোস্টে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে মেসিদের সমর্থকদের সঙ্গে তোলা নিজের ছবিও পোস্ট করেছেন।

তবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখার চ্যালেঞ্জ নেওয়ার জন্য কোপা৯০ নামের এক ফুটবল সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন থিও। তাঁদের সহায়তায় বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখার রেকর্ড অর্জন করেছেন এই ব্রিটিশ যুবক। অন্য একটি পোস্টে থিও ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে এই রেকর্ড গড়তে সাহায্য করার জন্য। উত্তরে ফিফা তাঁকে অভিবাদনও জানিয়েছে।

এই কাজের জন্য নেটিজেনদের প্রশংসা ভেসে এসেছে থিও উদ্দেশে। কিন্তু নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কী করে বিশ্বকাপের সব ম্যাচ তিনি দেখলেন? কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বের একই গ্রুপের শেষ দুটি ম্যাচ হয়েছে একই সময়ে দুটি ভিন্ন স্টেডিয়ামে। সে ব্যাপারে থিও কিছু জানাননি। তবে নেটিজেনদের একাংশ জানাচ্ছেন, থিও এক বারও বলেননি তিনি সমস্ত ম্যাচ পুরো সময় ধরে দেখেছেন। এক ম্যাচের কিছু অংশ দেখে অন্য ম্যাচ দেখতে গিয়েছেন, এ ঘটনাও ঘটতে পারে বলে মত তাঁদের।