COVID in China: ভিডিয়ো: কোভিড থেকে বাঁচতে প্লাস্টিকের মোড়ক চিনা যুগলের
Chinese Couple: চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলির টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৭৫ হাজারেরও বেশি জন।
বেজিং: চিনে কোভিড সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। করোনাভাইরাসে রোজ সেখানে আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ। এর জেরে হাসপাতালগুলিতে রোগী ভর্তির জায়গা পাওয়া যাচ্ছে না। কোভিডে মৃত্যুও উল্লেখযোগ্য হারে বেড়েছে সেখানে। যার জেরে সৎকারের জায়গাগুলিতে দীর্ঘ লাইন পড়ছে। সাধারণ মানুষ যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোভিডের গ্রাস থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু বাজার-হাট করতে বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে। তাই সাবধানতা অবলম্বনের জন্য চিনের এক যুগল যা করেছেন সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল। তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলির টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৭৫ হাজারেরও বেশি জন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক চিনা যুগলকে। তাঁরা বাজারে বেরিয়েছেন। বাজারে বেরিয়ে সব্জি কিনছেন তাঁরা। কিন্তু নিজেদের তাঁরা বন্দি রেখেছেন প্লাস্টিকের মোড়কে। দেখা যাচ্ছে, তাঁরা ধরে রয়েছেন ছাতা। ছাতা থেকেই তাঁদের চারিপাশে ঝুলছে প্লাস্টিক। দুজনেই প্লাস্টিকের মধ্যে রয়েছেন। বাজার করার সময় দোকানির সঙ্গে কথা বলছেন এর ভিতর থেকেই। শুধু জিনিস কেনার সময় প্লাস্টিকের ভিতর থেকে হাত বের করে জিনিস নিয়ে টাকা দিয়ে চলে যাচ্ছেন। প্লাস্টিকের মোড়কে নিজেদের আবদ্ধ রাখার সময়ও তাঁদের মুখে রয়েছে মাস্ক।
A Chinese couple takes self-protection to another level… pic.twitter.com/ovPlIaAeZg
— People’s Daily, China (@PDChina) December 22, 2022
ওই যুগল প্লাস্টিকের মাস্ক এমন ভাবেই তৈরি করেছেন, যাতে তার মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে। ফলে বাজারে ব্যাগ প্লাস্টিকের মোড়কেই মধ্যে নিয়েই আরাম করে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এ দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মত, কোভিডের পাশাপাশি শীত থেকেও নিজেদের বাঁচাতে পারছেন ওই যুগল।