AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: ‘মোনালিসা’র উপর ‘স্যুপ হামলা’, কী হল ৭২১ বছরের ছবিটির?

Mona Lisa soup attack Video: ১৫০৩ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই বিশ্বখ্যাত রহস্যময় চিত্রটির উপর 'স্যুপ হামলা' চালালোন দুই জলবায়ু কর্মী। প্যারিসের বিখ্য়াত ল্যুভর মিউজিয়ামে রাখা আছে ইতালীয় রেনেসাঁর এই মাস্টারপিসটি। ফ্রান্স জুড়ে চলছে কৃষক বিক্ষোভ। ফরাসি কৃষকরা বর্তমানে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ট্র্যাক্টর দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তার মধ্য়েই ঘটল এই ঘটনা।

Video: 'মোনালিসা'র উপর 'স্যুপ হামলা', কী হল ৭২১ বছরের ছবিটির?
স্যুপে ঢেকেছে 'মোনা লিসা' Image Credit: PTI
| Updated on: Jan 28, 2024 | 9:32 PM
Share

প্যারিস: কম মজুরি-সহ বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে চলছে কৃষক বিক্ষোভ। তার মধ্যে, রবিবার (২৮ জানুয়ারি), আক্রান্ত হল ‘মোনালিসা’। ১৫০৩ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই বিশ্বখ্যাত রহস্যময় চিত্রটির উপর ‘স্যুপ হামলা’ চালালোন দুই জলবায়ু কর্মী। প্যারিসের বিখ্য়াত ল্যুভর মিউজিয়ামে রাখা আছে ইতালীয় রেনেসাঁর এই মাস্টারপিসটি। সেখানে একটি কাচের বাক্সে এই শিল্পকর্মটি প্রদর্শিত হয়। ওই কাচের ঘেরাটোপ থাকাতেই এই যাত্রায় বেঁচে গিয়েছে মোনালিসা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে, ওই জলবায়ু কর্মীদের কাচের ঘেরাটোপের উপর হলুদ রঙের স্যুপ ছুড়ে মারতে দেখা যায়। পেইন্টিংটির সামনে নিরাপত্তা বেষ্টনী ছিল। সেই বেষ্টনী টপকে গিয়ে কাচের গায়ে স্যুপ ছোড়েন তাঁরা। সঙ্গে তাঁরা টেকসই খাদ্য ব্যবস্থার পক্ষে স্লোগান দেন। তাঁদের চিৎকার করে বলত শোনা যায়, “সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা?” শিল্পকর্ম, নাকি স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্যের অধিকার? আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে। মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা মারা যাচ্ছে।”

এরপর, ল্যুভরের কর্মচারীদের দেখা যায় মোনালিসার ছবি একটি কালো প্যানেল দিয়ে ঢেকে দিতে। দর্শকদের সেই ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। পরে প্যারিস পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। তাদের টি-শার্টে লেখা ছিল ‘ফুড রিপোস্টে’। ‘ফুড রিপোস্টে’ফ্রান্সের একটি জলবায়ু নিয়ে কাজ করা বেসরকারি গোষ্ঠী। তারা তাদের ওয়েবসাইটে বলেছে, জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গ করছে ফরাসি সরকার। কৃষকদের পর্যাপ্ত আয় প্রদানের পাশাপাশি, তারা যাতে স্বাস্থ্যকর খাবার পায়, তার জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার মতো জায়গায় জায়গায় খাদ্য বন্টন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে গোষ্ঠীটি।

ক্ষুব্ধ ফরাসি কৃষকরা র্তমানে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ট্র্যাক্টর দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। প্রতিবাদের অংশ হিসেবে সরকারি অফিসের দরজায় দরজায় দুর্গন্ধময় কৃষি-বর্জ্যও ফেলা হয়েছে। কী তাদের দাবি? পণ্যের ভাল দাম পাওয়া তো আছেই, সেই সঙ্গে তারা চাইছে লাল ফিতের ফাঁস যথা সম্ভব কম করা হোক। অর্থাৎ, বিভিন্ন অনুমোদনের জন্য সরকারি অফিসে অফিসে যাতে ঘুরতে না হয়। সরকারি প্রক্রিয়ার সরলীকরণ। আর চাইছেন, সস্তা বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির বিরুদ্ধে সুরক্ষা।

শুক্রবার, ফরাসি সরকার একাধিক পদক্ষেপ করার ঘোষণা করেছে। তবে, কৃষকরা তাতে সন্তুষ্ট নন। সোমবার থেকে রাজধানী প্যারিসে জমােত করার হুমকি দিয়েছেন তাঁরা। রাজধানীর প্রধান সড়কগুলি অবরোধ করা হতে পারে।