ফের হামলার আশঙ্কায় বন্ধ বিমানবন্দরের রাস্তা, ২৮ তালিবানি সহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০৩

শুক্রবার রয়টার্সকে তালিবানের তরফে জানানো হয়, গতকালের বিস্ফোরণে তাদের কমপক্ষে ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছে।

ফের হামলার আশঙ্কায় বন্ধ বিমানবন্দরের রাস্তা, ২৮ তালিবানি সহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০৩
বিস্ফোরণের পরে ছোটাছুটি আহতদের।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 1:42 PM

কাবুল: মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে কাবুলে (Kabul)। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে যে বিস্ফোরণ (Kabul Airport Blast) হয়, তাতে কমপক্ষে ১০৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। মার্কিন সূত্রেও জানা গিয়েছে, লাগাতার বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন সেনারা মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, গতকাল কাবুল বিমানবন্দরে বাইরে একের পর এক যে বিস্ফোরণ হয়, তাতে কমপক্ষে ৯০ জন আফগানবাসীর মৃত্যু হয়েছে। আহত দেড়শোরও বেশি মানুষ। যদিও কাবুল স্বাস্থ্যমন্ত্রকের তরফে সকালে জানানো হয় ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তালিবানের তরফেও জানানো হয়েছে, তাদের ২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আইসিস।

গতকাল বিকেল পাঁচটা নাগাদ প্রথম বিস্ফোরণটি ঘটে হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের সামনেই অবস্থিত ব্যারন হোটেলের সামনে দ্বিতীয় বিস্ফোেরণটি হয়। যারা বিস্ফোরণের অভিঘাত থেকে বেঁচে গিয়েছিলেন, তাদের উপর এলোপাথাড়ি গুলিও চালায় হামলাকারীরা।

গতকালের বিস্ফোরণের আঁচ আগেই পেয়েছিল গোয়েন্দা বাহিনী। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার তরফে বিমানবন্দরের আশেপাশে ভিড় করে থাকা সকলকেই জঙ্গি হানার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে চলে যেতেও অনুরোধ করা হয়। কিন্তু দেশ ছাড়ার আসায় যারা বিমানবন্দরের গেটেই ভিড় করে দাঁড়িয়েছিলেন, তারাই সন্ত্রাসবাদীদের চক্রান্তের শিকার হন।

বিস্ফোরণের পর সন্দেহের তির প্রথমে তালিবানের দিকে গেলেও তারা সাফ জানিয়ে দেয়, এই বিস্ফোরণের সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়।  শুক্রবার রয়টার্সকে তালিবানের তরফে জানানো হয়, গতকালের বিস্ফোরণে তাদের কমপক্ষে ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছে। হামলার ঘটনার পর উদ্ধারকার্যের মেয়াদ বাড়ানোর কোনও প্রশ্ন ওঠে না বলেই তারা জানান।

এ দিকে, আমেরিকার তরফেও গতকালের হামলার তুমুল সমালোচনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “যারা এই হামলা চালিয়েছে এবং যারা আমেরিকার ক্ষতি চায়, তারা শুনে রাখুন- আমরা ভুলব না, ক্ষমাও করব না। আমরা ঠিক খুঁজে বের করব এবং তোমাদের এই হামলার মূল্য চোকাতেই হবে।” পেন্টাগনকে পাল্টা হামলার প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, বিমানবন্দরের হামলার পরই ফের আবার হামলার আশঙ্কা করা হচ্ছে। আরও বড় বিপদ এড়াতে আগামী ৩১ অগস্টের মধ্যেই উদ্ধারকার্য শেষ করার চেষ্টা চলছে জোরকদমে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেও কাবুল বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের ভিড় দেখা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাবুল বিমানবন্দরগামী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তালিবানরাও বিমানবন্দরের আশেপাশে তাদের নিরাপত্তা কঠোর করেছে বলে জানিয়েছে।  আরও পড়ুুন: ‘চোখ খুলে দেখলাম আকাশ থেকে খসে পড়ছে ছিন্নভিন্ন দেহ’, ‘নরকদর্শনের’ অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীর