ভিডিয়ো: ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল, উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে আছড়ে পড়ল কপ্টার!
জানা গিয়েছে, ওই হেলিকপ্টারে উপস্থিত ছিলেন ভেরাক্রুজের স্টেট সেক্রেটারি এরিক সিসনেরোস। উদ্ধারকার্য ও ত্রাণ সামগ্রী সরবরাহে সাহায্যের জন্যই তিনি যাচ্ছিলেন।
মেক্সিকো: হ্যারিকেন গ্রেসে (Hurricane Grace) বিধ্বস্ত মেক্সিকো (Mexico)। একের পর এক সমুদ্র সৈকত ও শহর কার্যত উপড়ে ফেলছে বিধ্বংসী ঝড়। সাধারণ মানুষদের সাহায্যের জন্য হেলিকপ্টারে করে ত্রাণ পাঠানো হচ্ছিল প্রশাসনের তরফে। তবে মাঝ আকাশেই ঘটল বিপত্তি। ভেরাক্রুজ (Veracruz) থেকে ত্রাণ নিয়ে আকাশে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার (Military Helicopter)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি ওড়ার কয়েক সেকেন্ড পরেই কিছুটা বেঁকে যায়। সামনে এগোতে চাইলেও কিছুটা দূরে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কপ্টারটি। দ্রুতগতিতে তা নেমে আসে মাটিতেই। সেই সময়ই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি বাস। হেলিকপ্টারটি বাসের পিছনের অংশের উপরই পড়ে। বাসটি কয়েক মুহূর্তের জন্য থেমে গেলেও তা ফের এগিয়ে যায় বড় বিপদ থেকে রক্ষা পেতে। এরপরই মাটিতে কাত হয়ে পড়ে যায় হেলিকপ্টারটি।
A Mexican navy helicopter headed to areas affected by Hurricane Grace crash-landed in the central state of Hidalgo pic.twitter.com/HCfMN6g8se
— Reuters (@Reuters) August 26, 2021
মাটিতে পড়েও থামেনি কপ্টারগুলি। পাক খেতে খেতে তা ছিটকে পড়ে এদিকে ওদিকে। আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে আশ্চর্যজনক বিষয় হল, হেলিকপ্টারটি ক্রাশ ল্যান্ডিং করলেও ভিতরে উপস্থিত ১৫ জন যাত্রীই সামান্য আহত হলেও কারোর প্রাণহানি হয়নি, সকলেই সুরক্ষিত রয়েছেন।
জানা গিয়েছে, ওই হেলিকপ্টারে উপস্থিত ছিলেন ভেরাক্রুজের স্টেট সেক্রেটারি এরিক সিসনেরোস। উদ্ধারকার্য ও ত্রাণ সামগ্রী সরবরাহে সাহায্যের জন্যই তিনি যাচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে আগুয়া ব্লাকা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় কপ্টারের চালক। আকাশেই গোল গোল চক্কর খেতে থাকে এবং পরে তা দ্রুতগতিতে নীচে নেমে আসে। একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গেও প্রায় ধাক্কা লাগতে যাচ্ছিল কপ্টারটির। কিন্তু চালকের তৎপরতায় তা বড় বিপদ থেকে রক্ষা পায়। ভেরাক্রুজের গভর্নরও টুইটে জানান, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
? | Mexican Navy helicopter carrying Veracruz State Secretary Eric Cisneros crashes during landing,
▪️Cisneros was inspecting damage caused by #HurricaneGrace in Veracruz, #Mexico.▪️The passengers were wounded lightly in the crash.pic.twitter.com/bJHPFjY1WH
— EHA News (@eha_news) August 25, 2021
গত সপ্তাহের শেষদিন থেকেই মেক্সিকোয় ধেয়ে এসেছে হ্যারিকেন গ্রেস। বর্তমানে তা ক্যাটেগরি ৩ ঝড়ে রূপান্তরিত হয়েছে। ভেরাক্রুজ সহ মোট ৬২টি শহর বিধ্বস্ত হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ অন্ধকারেই দিন কাটাচ্ছেন। শিশু সহ আটজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ তিনজন।
শনিবারই মেক্সিকোয় আছড়ে পড়েছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার ইয়োকাতান পেনিনসুলায় প্রবেশ করার পর কিছুটা শক্তি হারিয়েছিল ঝড়। কিন্তু মূল মেক্সিকো সিটিতে প্রবেশ করার পরই উষ্ণ বায়ুর সংস্পর্শে আসায় ঘূর্ণিঝড়ের শক্তি ফের বৃদ্ধি পেয়েছে।
আমেরিকার ন্যাশনাল হ্য়ারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, শনিবার টুক্সপ্যানেক দক্ষিণ-পূর্ব অংশে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়। সেই সময় বায়ুর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২০৫কিমি। আরও পড়ুন: ফের হামলার আশঙ্কায় বন্ধ বিমানবন্দরের রাস্তা, ২৮ তালিবানি সহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০৩