‘প্রাণঘাতী’ পার্শ্বপ্রতিক্রিয়া, ডেনমার্কে চিরতরে বাতিল অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা

বুধবার ডেনমার্কের স্বাস্থ্য আধিকারিক সোরেন ব্রসট্রম একটি সাংবাদিক বৈঠক জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াই চলবে দেশের করোনা টিকাকরণ প্রক্রিয়া।

'প্রাণঘাতী' পার্শ্বপ্রতিক্রিয়া, ডেনমার্কে চিরতরে বাতিল অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 15, 2021 | 8:25 AM

ডেনমার্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করলেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ভরসা করতে পারল না ডেনমার্ক। করোনা টিকা নেওয়ার পর একাধিক ব্যক্তির রক্ত জমাট বাধার সমস্যা দেখা দেওয়ায় সম্পূর্ণরূপেঅ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করল ডেনমার্ক। এর আগে একাধিক ইউরোপীয় দেশ রক্ত তঞ্চনের অভিযোগ করলেও কেউ এই ভ্যাকসিনকে বয়কট করেনি।

বুধবার ডেনমার্কের স্বাস্থ্য আধিকারিক সোরেন ব্রসট্রম একটি সাংবাদিক বৈঠক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপের ওষুধের মান পরীক্ষক সংস্থার তরফে আশ্বস্ত করা হলেও ডেনমার্কের করোনা টিকাকরণ প্রক্রিয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াই চলবে।

মার্চ মাসের শুরু থেকেই ইউরোপের একাধিক দেশ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সরব হয়েছিল। তাদের অভিযোগ ছিল, এই টিকা নেওয়ার পরই অনেক ব্যক্তির দেহে রক্ত জমাট বেধে যাচ্ছে, যা মৃত্যু অবধি গড়াতে পারে। সেই সময়ই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বর্জনের রব উঠলেও পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, এটি সম্পূর্ণ সুরক্ষিত ও কার্যকরী।

যদিও ডেনমার্ক প্রশাসন নিজেরাই একটি তদন্ত চালায়, সেখানে তারা দুটি থ্রমবোসিস (রক্ত জমাট বাধা)-র ঘটনা জানতে পারা যায়।এরমধ্যে একটি ঘটনা আবার প্রাণঘাতী। এরপরই অ্যাস্ট্রাজেনেকার টিকা বাতিল করার সিদ্ধান্ত নেয় ডেনমার্ক।

বর্তমানে দেশের ১৭ শতাংশের টিকাকরণ সম্পন্ন হয়ে গেলেও আগামিদিনে কেবল ফাইজার ও মডার্নার করোনা টিকা ব্যবহার করেই টিকাকরণ কর্মসূচি চালানো হবে।

আরও পড়ুন: আরও মারাত্মক আকার নিচ্ছে ‘রূপবদলু’ ব্রাজিল স্ট্রেন