Flight Servuces Stopped: বন্ধ হয়ে গেল গুয়াংজু বিমান পরিষেবা

Dhaka-Guanju Flight: চলতি বছরের মার্চে শেষবার ঢাকা- গুয়াংজু উড়ান পরিষেবা চলেছে। তারপর হঠাৎ করেই চিন বিমানবন্দর কর্তৃপক্ষ এই উড়ানের অবতরণের অনুমতি বাতিল করে দেয় বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Flight Servuces Stopped: বন্ধ হয়ে গেল গুয়াংজু বিমান পরিষেবা
বাংলাদেশ এয়ারলাইন্স।
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 9:40 PM

ঢাকা: চালু হয়েছিল মাত্র ছয় মাস আগে। এর মধ্যেই বন্ধ হয়ে গেল বাংলাদেশ এয়ারলাইন্সের (Bangladesh Airlines) গুয়াংজু বিমান পরিষেবা। চিনের বিমানবন্দর (China Airport) গুয়াংজু বাংলাদেশের উড়ান অবতরণের অনুমতি বাতিল করে দিয়েছে। তার জন্যই পরিষেবা বন্ধ করতে হল বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে কেন অনুমতি বাতিল করা হল, তা স্পষ্ট নয় বাংলাদেশ উড়ান কর্তৃপক্ষের কাছেও। যদিও বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার সঙ্গে ঢাকা-গুয়াংজু (Dhaka-Guanju) উড়ান পরিষেবা অব্যাহত রয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি চিনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য বেড়েছে। তাই ঢাকা–গুয়াংজু–ঢাকা উড়ান পরিষেবা শুরু করে বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের মার্চে শেষবার ঢাকা- গুয়াংজু উড়ান পরিষেবা চলেছে। তারপর হঠাৎ করেই চিন বিমানবন্দর কর্তৃপক্ষ এই উড়ানের অবতরণের অনুমতি বাতিল করে দেয় বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে বন্ধ হয়ে গেল ঢাকা-গুয়াংজু বিমান পরিষেবা।

ঢাকা-গুয়াংজু বিমান পরিষেবা বন্ধ হওয়া প্রসঙ্গে বাংলাদেশ এয়ারলাইন্সের এক আধিকারিক জানান, গ্রীষ্মকালীন পরিষেবা শুরু হয় এপ্রিলে এবং চলে অক্টোবর পর্যন্ত। আগাম অনুমতি নিতে হয়। গ্রীষ্মকালীন স্লট বরাদ্দের জন্য বিমান কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে চিনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে। কিন্তু অনুমোদন মেলেনি। ফলে গত মার্চ থেকে ওই গন্তব্যে উড়ান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এবার সংস্থার তরফে সরকারিভাবে এই উড়ান পরিষেবা বন্ধের কথা ঘোষণা করা হল।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিষেবার জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করতে হয়। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে সপ্তাহে কয়টি বিমান যাবে, কখন যাবে, সেটা নির্ধারিত হয়। এরপর সংশ্লিষ্ট দেশ ঠিক করে কোন বিমান সংস্থাকে কয়টি ফ্লাইট বরাদ্দ দেবে। বাংলাদেশে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ–সংক্রান্ত দুই দেশের কর্তৃপক্ষ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার জন্য অন্য দেশের বিমান সংস্থাকে স্লট বরাদ্দ দেয়। গ্রীষ্মকালীন ও শীতকালীন সময়সূচি অনুযায়ী বছরে দুবার এই স্লট বরাদ্দ দেওয়া হয়।

এখন ঢাকা থেকে গুয়াংজুতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স, চিনের চায়না সাউদার্ন এয়ারলাইন্স। এ ছাড়া ঢাকা থেকে কুনমিং হয়ে চায়না ইস্টার্ন, কলম্বো হয়ে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সিঙ্গাপুর হয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়া হয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্স গুয়াংজুতে যাত্রী পরিবহন করে।