Flight Accident: ১৬ হাজার ফুট উচ্চতায় বিমান, হঠাৎ ভেঙে উপড়ে গেল দরজা! আতঙ্কে চিল-চিৎকার যাত্রীদের
Exit Door Breaks in Flight: পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিও-তে যাচ্ছিল বোয়িং বিমানটি। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে টেক অফ করার মিনিট দুয়েকের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি যখন ১৬ হাজার ৩২৫ ফুট উচ্চতায়, তখন আচমকা ভেঙে উপড়ে যায় বিমানের দরজা। আলাস্কা এয়ারলাইনের তরফেও দুর্ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
অন্টোরিও: যাত্রীরা বিমানে বসে, অন হয়ে গিয়েছে সিটবেল্ট (Seat Belt) লাগানোর বাতি। সবে টেক অফ করতে শুরু করেছে, এমন সময়ই বিপত্তি। আচমকা খুলে গেল দরজা। দমকা হাওয়ায় উড়ে গেল দরজা। হু হু করে বাতাস ঢুকতে শুরু করল বিমানের ভিতরে। মাঝ আকাশে পৌঁছনোর আগেই ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমান। চরম আতঙ্কে যাত্রীরা। আরেকটু হলেই ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত, মৃত্যু হতে পারত যাত্রীদের।
জানা গিয়েছে, আলাস্কা এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। রানওয়ে থেকে টেক অফ করার মিনিট দুয়েক পরই বিমানের দরজা খুলে যায়। ভেঙে উপড়ে যায় বিমানের দরজা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিপত্তির ওই মুহূর্তের ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, বিমানের কেবিনের ঠিক মাঝামাঝি যে এক্সিট দরজাটি রয়েছে, তা হঠাৎ খুলে গেল। নিমেষে বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দরজা। আতঙ্কে চিৎকার করে ওঠেন যাত্রীরা।
জানা গিয়েছে, পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিও-তে যাচ্ছিল বোয়িং বিমানটি। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে টেক অফ করার মিনিট দুয়েকের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি যখন ১৬ হাজার ৩২৫ ফুট উচ্চতায়, তখন আচমকা ভেঙে উপড়ে যায় বিমানের দরজা। আলাস্কা এয়ারলাইনের তরফেও দুর্ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
AS1282 from Portland to Ontario, CA experienced an incident this evening soon after departure. The aircraft landed safely back at Portland International Airport with 171 guests and 6 crew members. We are investigating what happened and will share more as it becomes available.
— Alaska Airlines (@AlaskaAir) January 6, 2024
সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “পোর্টল্যান্ড থেকে ওন্টারিওগামী বিমান উড়ান শুরুর কয়েক মুহূর্ত পরই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই বিমানটিকে ঘুরিয়ে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে সুরক্ষিতভাবে ল্যান্ড করানো হয়। বিমানের ১৭১ যাত্রী ও ৬ জন ক্রু সদস্যকে নিরাপদভাবে ফিরিয়ে আনা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তরফেও জানানো হয়েছে, আলাস্কা এয়ারলাইনের বোয়িং বিমানের দুর্ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গত বছরের ১ অক্টোবরই আলাস্কা এয়ারলাইনের কাছে এই বোয়িং বিমানটি ডেলিভার করা হয়েছিল। ১১ নভেম্বর থেকে বিমানটি উড়ান শুরু করে। নতুন বিমানে কীভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।