Video: পুলিশকে ভয় দেখাতে গিয়ে ছুড়ল গুলি, জোরাল বিস্ফোরণ করে জ্বলে উঠল আস্ত বাড়ি
Explosion: একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। বাড়িতে ঢোকার মুহূর্তে হঠাৎ করেই শোনা গেল গুলি আওয়াজ। তারপর জোরাল বিস্ফোরণ করে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

ওয়াশিংটন: দুষ্কৃতী হামলার অভিযোগের খবর পেয়ে একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। বাড়িতে ঢোকার মুহূর্তে হঠাৎ করেই শোনা গেল গুলি আওয়াজ। তারপর জোরাল বিস্ফোরণ করে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভার্জিনিয়া এলাকায়। বিস্ফোরণ ঘটিয়ে বাড়িটির জ্বলে ওঠার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হঠাৎ করে বাড়িটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহভাজন বাড়ির ভিতরেই কয়েক রাউন্ড গুলি চালায়। তার জেরেই বাড়িটির ভিতরে কোনভাবে বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগাদ ভার্জিনিয়া এলাকায় বাড়িটির ভিতর দুটি পরিবার ছিল। স্থানীয় সময় সোমবার রাত ৮টা ২০ মিনিট বাড়িটিতে ভয়াবহ আগুন লাগে। তারপর দমকল এসে প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে যে তীব্র শব্দ করে বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল তাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির পাশের একটি বড় গাছও ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা কারলা রোডরিগুইজ জানান, “আমি ভেবেছিলাম বিমানে বিস্ফোরণ ঘটেছে।”
বাড়িটিতে কেন বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা জানান, বাড়িটির ভিতর অ্যালকোহল, তামাক এবং আগ্নেয়াস্ত্র ছিল। তার জেরে বিস্ফোরণ ঘটেছে বলে তাঁদের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Video of the explosion. Hope everyone was out of the house#Arlington #ballston @ARLnowDOTcom @RealTimeNews10 pic.twitter.com/JSZE7LkoTD
— c “” maj (@connormaj) December 5, 2023





