Israel-Hamas War: যুদ্ধক্ষেত্রে প্রথম বাঙালি সাংবাদিক, কী দেখলেন টিভি-৯ বাংলার প্রতিনিধি সিজার মণ্ডল
Israel-Hamas War: গাজায় বোমা বর্ষণ চলছে। হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েলি জেট। ইতিমধ্যেই গাজা উপত্যকায় ইজরায়েল হাজারেরও বেশি জায়গায় হামলা চালিয়েছেন। অপারেশনে অংশ নিয়েছে শতাধিক ইজরায়েলি ফাইটার জেট।
তেল আভিভ: জ্বলছে গাজা। ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘাতে (Israel Palestine Conflict) উদ্বেগ গোটা বিশ্বে। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি সত্ত্বেও অনড় ইজরায়েল। তাঁরা এক পাও পিছোতে নারাজ। অন্যদিকে রক্ষক্ষয়ী লড়াই জারি রেখেছে হামাসও। যুদ্ধে কেঁপে উঠেছে দুই দেশ। যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলেই প্রাণের বাজি রেখে পৌঁছে গিয়েছেন টিভি-৯ বাংলার প্রতিনিধি একমাত্র বাঙালি সংবাদিক সিজার মণ্ডল ও চিত্রসাংবাদিক সুদেব রায়। লাগাতার তুলে ধরছেন যুদ্ধকবলিত এলাকাগুলির ছবি। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন ইজরায়েলের রাজধানী তেল আভিভে। সেখানকার পরিস্থিতিও রীতিমতো উদ্বেগের।
সরাসরি যুদ্ধের ছাপ প্রতি মুহূর্তে রাজধানী শহরে না পড়লেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ইজরায়েলি প্রশাসন। নিরাপত্তার কারণে ঘিরে ফেলা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। মাঝেমধ্যেই বেজে উঠছে সাইরেন, অ্যালার্ম। হামাস হামলার আঁচ এলেই বাজছে ঘণ্টা। কয়েকদিন আগেই বেনগুরিয়েন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রকেট হামলা হয়েছিল। হামলার চেষ্টা হয়েছে আরও একাধিক জায়গায়। তবে ইজরায়েলের নিজস্ব আয়রন ডোম সিস্টেমের মধ্য় দিয়ে আকাশেই সেই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলিকে অনেকাংশেই নষ্ট করে ফেলা সম্ভব হয়।
গোটা রাজধানী, আশেপাশের সমস্ত পর্যটন কেন্দ্র কার্যত শুনশান। বেনগুরিয়েন বিমানবন্দর কার্যত শ্মশানের চেহারা নিয়েছে। ইজরায়েলে যাঁরা ফিরে আসছেন তাঁদের ছাড়া আর বিশেষ কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে যুদ্ধের আবহে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। এখন আগামী কয়েকদিনে এই যুদ্ধ কোনদিনে মোড় নেয় সেটাই এখন দেখার।
গাজায় বোমা বর্ষণ চলছে। হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েলি জেট। ইতিমধ্যেই গাজা উপত্যকায় ইজরায়েল হাজারেরও বেশি জায়গায় হামলা চালিয়েছেন। অপারেশনে অংশ নিয়েছে শতাধিক ইজরায়েলি ফাইটার জেট। বেছে বেছে হামাস জঙ্গিদের ঘাঁটিগুলিকেই টার্গেট করা হচ্ছে বলে দাবি ইজরায়েলের। হামলার অনেক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে ইজরায়েলি বায়ু সেনা। তাতে দেখা যাচ্ছে গাজার অনেক বহুতলে বোমা বর্ষণ চলছে। সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ধুলিসাৎ হচ্ছে সেই সব বহুতল।