US President Joe Biden: ইজরায়েল-প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানকে ফোন বাইডেনের, কী কথা হল যুদ্ধ নিয়ে?

Israel Palestine Conflict: হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। প্যালেস্তাইনে, বিশেষ করে গাজায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।

US President Joe Biden: ইজরায়েল-প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানকে ফোন বাইডেনের, কী কথা হল যুদ্ধ নিয়ে?
ইজরায়েল-প্যালেস্তাইনের প্রধানের সঙ্গে কথা মার্কিন প্রেসিডেন্টের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 8:17 AM

ওয়াশিংটন: যুদ্ধ যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা প্রতিনিয়ত দেখছে বিশ্ববাসী। গাজা স্ট্রিপ (Gaza Strip) থেকে হামলা চালাচ্ছে হামাস (Hamas), পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও (Israel)। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ নাগরিকরা। মহিলা থেকে শিশু, বয়স্ক-কেউ পার পাচ্ছেন না। এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইজরায়েল ও প্য়ালেস্তাইনের প্রধানের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। একদিকে যেখানে যুদ্ধে ইজরায়েলকে সমর্থনের আশ্বাস দেন বাইডেন, একইসঙ্গে প্যালেস্তাইনের নাগরিকদের জন্য ত্রাণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। প্যালেস্তাইনে, বিশেষ করে গাজায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ যাতে আরও ভয়ঙ্কর রূপ না নেয়, তার পক্ষেও সওয়াল করেন বাইডেন।

একইসঙ্গে দুই রাষ্ট্রনেতা ওয়েস্ট ব্যাঙ্ক ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর এই প্রথম প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মার্কিন প্রধান।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই নিয়মিত ইজরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। শনিবারও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। ইজরায়েলকে সামরিক সাহায্য করার আশ্বাসও দেন তিনি।

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল ও গাজায় নাগরিকদের মানবিক সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন।