Imran Khan Gets Transit Bail : আপাতত স্বস্তিতে ইমরান, সন্ত্রাসবাদ মামলায় পেলেন আগাম জামিন

Imran Khan Gets Transit Bail : সন্ত্রাসবাদ দমন আইনে মামলা রুজু হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এবার সেই মামলায় পেলেন স্বস্তি। ইসলামাবাদ কোর্টে পেলেন আগাম জামিন।

Imran Khan Gets Transit Bail : আপাতত স্বস্তিতে ইমরান, সন্ত্রাসবাদ মামলায় পেলেন আগাম জামিন
ইমরান খান। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 7:00 PM

ইসলামাবাদ : সন্ত্রাসের মামলায় আগাম জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আপাতত তিনদিনের জন্য স্বস্তি পেলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান। গতকালই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা রুজু হয়। সেই গ্রেফতারি এড়াতেই ইসলামাবাদ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন ইমরান। সেই প্রক্ষিতেই তাঁর জামিন মঞ্জুর হল। ২৫ অগস্ট পর্যন্ত ট্রানজিট জামিন পেয়েছেন তিনি। আগামী তিনদিন অন্তত তাঁকে গ্রেফতার করা যাবে না।

গতকাল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নামে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা রুজু হয়। এরপরই ইসলামাবাদ দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন পিটিআই কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন ইসলামাবাদে অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা রাখেন পিটিআই প্রধান ইমরান খান। সেই বক্তৃতাতেই এক মহিলা বিচারক ও দুই পুলিশ কর্তাকে হুমকি দিয়েই বিপাকে পড়েন ইমরান। তিনি তাঁর বক্তৃতায় রীতিমতো হুমকি দেন মহিলা বিচারক ও পুলিশ কর্তাদের। এহেন প্ররোচনামূলক মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের ৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। এদিকে সেদিনই ইমরান খানের ভাষণ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। তারপর গতকাল মামলা দায়ের হওয়ার পরই যেকোনও সময় ইমরানের গ্রেফতারির সম্ভবনা প্রবল হয়ে ওঠে। তবে সেই সম্ভবনা উঁকি দিতেই আদালতের দ্বারস্থ হন তিনি। জামিনের আবেদন করেন তিনি। আবেদনের ভিত্তিতে তিনদিনের জন্য রক্ষাকবচ পেয়েও গেলেন।

শনিবার জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে এক মহিলা বিচারক ও দুই শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা রুজু করার হুমকি দিয়েছিলেন ইমরান খান। সেই জনসভা থেকে পাকিস্তানের নির্বাচন কমিশন ও নিজের রাজনৈতিক প্রতিপক্ষকেও হুমকি দিতে শোনা যায় ইমরানকে। দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনকে খোলা মাঠে এইভাবে চ্যালেঞ্জ জানানোর জন্য তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। পাক স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইমরান খান ধারাবাহিকভাবে পাক সেনা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোপ দেগে গিয়েছেন।