Pakistan Love Story: গিয়ার বদলের সময় গাড়ি চালকের হাত নাড়ানো দেখে প্রেমে পাগল যুবতী, শেষমেশ বিয়েই করে বসলেন
Pakistani Couple: পাকিস্তানে আরও এক প্রেম কাহিনিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। ২০ বছর বয়সী ছাত্রীকে বিয়ে করেছেন ৫২ বছরের এক কলেজ শিক্ষক।
ইসলামাবাদ: প্রেম কোনও বাধা মানে না। পাকিস্তানের এক প্রেমকাহিনি এই মুহূর্তে প্রচারের আলোয় চলে এসেছে। এই গল্পের সঙ্গে রুপোলি পর্দার চিত্রনাট্যের যদি মিল খুঁজে পাওয়া যায়, তবে অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তানি এক মহিলার সঙ্গে এক গাড়ি চালকের প্রেম তারপর বিয়ে। কিন্তু প্রেমে পড়ার রহস্য যখন ওই মহিলা সংবাদ মাধ্যমকে জানালেন, নেটিজেন পাড়ায় জোর চর্চা শুরু হয়ে যায়। ওই মহিলা জানিয়েছেন, গাড়ি চালকের গিয়ার বদলের ধরন দেখে তিনি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
নিজের প্রাক্তন গাড়ি চালক অধুনা তাঁর স্বামী সম্পর্কে কথা বলতে গিয়ে ওই মহিলা জানিয়েছেন, তাঁর গাড়ির গিয়ার বদলের ধরন দেখে তাঁর হাত ধরতে ইচ্ছে করত। গিয়ার বদলানোর সময় তিনি যেভাবে হাত নাড়াতে তা ওই মহিলাকে আকৃষ্ট করত।
এখানেই থেমে থাকেননি ওই মহিলা। ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত জনপ্রিয় হিন্দি ছবি ‘ববি’-র ‘হাত তুম এক কমরে মেয় বন্ধ হো’ গানটি তাঁর স্বামীকে উৎসর্গ করেছেন ওই মহিলা। গাড়ি থেকেই তাদের প্রেমের সূত্রপাত। সেই প্রেমই পরবর্তী কালে পরিণতি পেয়েছে। ভালবেসে একে অপরকে বিয়ে করে এখন তারা সুখে সংসার করছেন।
পাকিস্তানে আরও এক প্রেম কাহিনিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। ২০ বছর বয়সী ছাত্রীকে বিয়ে করেছেন ৫২ বছরের এক কলেজ শিক্ষক। পড়াশুনো নিয়ে প্রাথমিকভাবে কথাবার্তা শুরু হলেও তাঁদের মধ্যে পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। ওই ছাত্রীই তাঁর শিক্ষককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রথম তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ভালবাসার কাছে হার মানে বয়সের ফারাক। জ়োয়া নুর নামের বি.কম পড়ুয়া ওই ছাত্রী শেষমেশ তাঁর শিক্ষক সাজিদ আলিকে বিয়ে করেন।