Green Card in US: ভারতীয়দের জন্য সুখবর! গ্রিন কার্ড নিয়ে বড় সিদ্ধান্তের পথে আমেরিকা
Green Card in US: গত বছর বহু মানুষ আবেদন জানালেও কার্ড পাননি অনেকে। এবার সেই সমস্যার সমাধান করা হচ্ছে।
ওয়াশিংটন: গ্রিন কার্ড অর্থাৎ মার্কিন মুলুকে অভিবাসনের স্বীকৃতি পত্র পেতে আর খুব বেশি দেরি হবে না। ৬ মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পথে হাঁটতে চলেছে জো বাইডেন প্রশাসন। আমেরিকা যদি এই পদক্ষেপে সফল হয়, তাহলে অনেক প্রবাসী ভারতীয় উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই দশকের পর দশক ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন। আর সেই প্রক্রিয়াই এবার আরও সহজ হবে। এই বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ইউ এস প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজরি কমিশন। এই প্রক্রিয়ার জন্য ভোটও দিয়েছে তারা। এশিয়ান-আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও পেসিফিক আইল্যান্ডের বাসিন্দাদের জন্য আমেরিকার প্রেসিডেন্টের যে অ্যাডভাইজরি কমিশন রয়েছে, তাকে বলা হয় PACAANHPI। সেই কমিশনের কাছেই গ্রিন কার্ডের প্রক্রিয়া তরাণ্বিত করার আর্জি জানিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি।
কী ভাবে পুরো প্রক্রিয়ার সময় কমানো যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছে ওই কমিশন। কোনও প্রক্রিয়া সময় সাপেক্ষ হলে, তাকে কমাতে হবে, ম্যানুয়াল (হাতে-কলমে করতে হয় এমন) কোনও প্রক্রিয়া থাকলে, তা অটোমেটিক (স্বয়ংক্রিয়) করতে হবে, আভ্যন্তরীণ প্রক্রিয়ায় বদল আনতে হবে, এমনই সব পরামর্শ দেওয়া হয়েছে আমেরিকার অভিবাসন দফতরকে। গ্রিন কার্ডের জন্য আবেদন করলে যাতে তা সব প্রক্রিয়া শেষ করে ৬ মাসের মধ্যে দেওয়া যায়, সেই পরামর্শ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টার আরও বেশি আধিকারিক নিয়োগ করতে চলেছেন বলেও জানা গিয়েছে। চলতি বছরে অগস্ট মাস থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। আর সব ঠিক থাকলে, তিন মাসের মধ্যে শেষ হবে ইন্টারভিউ-র প্রক্রিয়া। এ ছাড়া আমেরিকায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট, ভ্রমণ সংক্রান্ত নথি তিন মাসের মধ্যে প্রস্তুত করার কথাও বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।
২০২১-এর হিসেব অনুযায়ী, আমেরিকায় ২ লক্ষ ২৬ হাজার গ্রিন কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু ওই বছরে মাত্র ৬৫ হাজার ৪৫২ জন গ্রিন কার্ড পেয়েছেন। ফলে অনেককেই পরিবারের থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। ফলে এই পদক্ষেপে প্রত্যেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।