সুপারভলক্যানো বিস্ফোরণ - সুপারভলক্যানো অর্থাৎ একটি বৃহৎ-আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৪০০ ঘনকিমি উপাদান নিক্ষিপ্ত হয় বলে মনে করা হয়। এই ধরনের বৃহৎ অগ্ন্যুৎপাত যে কোনও সময়ে ঘটতে পারে এবং পৃথিবী ব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে। আনুমানিক ৭৪,০০০ বছর আগে, ইন্দোনেশিয়ার টোবা সুপার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল। যার থেকে বের হওয়া ধুলো এবং সালফার ডাই অক্সাইড ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ঢেকে গিয়েছিল সূর্য। বিশ্বব্যাপী তাপমাত্রা হঠাৎ ৩ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমে গিয়েছিল। যার প্রভাবে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্তি ঘটেছিল। বিজ্ঞানীদের অনুমান, গড়ে প্রতি ১৭,০০০ বছরে এমন একটি বৃহৎ অগ্ন্যুৎপাত ঘটে। সর্বশেষ সুপারভলক্যানিক অগ্ন্যুৎপাত ঘটেছিল নিউজিল্যান্ডে, ২৬,৫০০ বছর আগে।