Hurricane Ian: কিউবাকে অন্ধকারে ডুবিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘ইয়ান’, কাঁপছে ফ্লোরিডা

Hurricane Ian in Cuba: হারিকেন 'ইয়ান'-এর বিধ্বংসী দাপটে পুরো কিউবা জুড়ে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। মেক্সিকো উপসাগরের উপর দিয়ে ঝড় এবার ধেয়ে আসছে আমেরিকার ফ্লোরিডা প্রদেশের দিকে।

| Edited By: | Updated on: Sep 29, 2022 | 12:01 AM
কেটে গিয়েছে ঘূর্ণিঝড়ের বিপদ। কিন্তু, ১ কোটি ১০ লক্ষ মানুষ ডুবে গিয়েছে অন্ধকারে। হারিকেন 'ইয়ান'-এর বিধ্বংসী দাপটে পুরো কিউবা জুড়ে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। আর কিউবাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার পর, মেক্সিকো উপসাগরের উপর দিয়ে হারিকেন 'ইয়ান' এবার ধেয়ে আসছে আমেরিকার ফ্লোরিডা প্রদেশের দিকে।

কেটে গিয়েছে ঘূর্ণিঝড়ের বিপদ। কিন্তু, ১ কোটি ১০ লক্ষ মানুষ ডুবে গিয়েছে অন্ধকারে। হারিকেন 'ইয়ান'-এর বিধ্বংসী দাপটে পুরো কিউবা জুড়ে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। আর কিউবাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার পর, মেক্সিকো উপসাগরের উপর দিয়ে হারিকেন 'ইয়ান' এবার ধেয়ে আসছে আমেরিকার ফ্লোরিডা প্রদেশের দিকে।

1 / 8
আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস মিলে গেলে, স্থানীয় সময় অনুযায়ী বুধবারই (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। চোখের সামনে কিউবার অবস্থা দেখার পর এখন আতঙ্কে কাঁপছে ফ্লোরিডাবাসী।

আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস মিলে গেলে, স্থানীয় সময় অনুযায়ী বুধবারই (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। চোখের সামনে কিউবার অবস্থা দেখার পর এখন আতঙ্কে কাঁপছে ফ্লোরিডাবাসী।

2 / 8
প্রাথমিকভাবে ঝড়-বৃষ্টির দাপটে কিউবার পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিও প্রদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ঝোড়ো বাতাসের গতি প্রতি ঘণ্টায়  ১২৫ মাইলে পৌঁছে যায়। এরপরই, কিউবার বিদ্যুতের পুরো গ্রিডটিই ভেঙে পড়ে। সেই থেকে গোটা দেশ ডুবে আছে অন্ধকারে।

প্রাথমিকভাবে ঝড়-বৃষ্টির দাপটে কিউবার পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিও প্রদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ঝোড়ো বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১২৫ মাইলে পৌঁছে যায়। এরপরই, কিউবার বিদ্যুতের পুরো গ্রিডটিই ভেঙে পড়ে। সেই থেকে গোটা দেশ ডুবে আছে অন্ধকারে।

3 / 8
তবে, এত বড় বিপর্যয়ে আগাম ব্যবস্থা নেওয়ায় হতাহতের সংখ্যা তুলনায় কম। এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বহু সংখ্যক ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

তবে, এত বড় বিপর্যয়ে আগাম ব্যবস্থা নেওয়ায় হতাহতের সংখ্যা তুলনায় কম। এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বহু সংখ্যক ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

4 / 8
ঝড়ের পূর্বাভাস পেয়ে কিউবার সরকার গোটা দেশে ৫৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছিল। ৫০,০০০ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফসল, বিশেষ করে তামাক রক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ঝড়ের পূর্বাভাস পেয়ে কিউবার সরকার গোটা দেশে ৫৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছিল। ৫০,০০০ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফসল, বিশেষ করে তামাক রক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছিল।

5 / 8
তারপরও, পিনার দেল রিও প্রদেশের তামাক ফার্মগুলি পুরোপুরি  ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মহামারির পর থেকে এমনিতেই কিউবা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এই তামাক ফার্মগুলি তাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপাতত, সব হারিয়ে নিঃস্ব মানুষ, সরকারের কাছে একটি ছাদ এবং একটি গদি চাইছেন।

তারপরও, পিনার দেল রিও প্রদেশের তামাক ফার্মগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মহামারির পর থেকে এমনিতেই কিউবা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এই তামাক ফার্মগুলি তাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপাতত, সব হারিয়ে নিঃস্ব মানুষ, সরকারের কাছে একটি ছাদ এবং একটি গদি চাইছেন।

6 / 8
হারিকেন 'ইয়ান'এর প্রভাবে কিউবায় এই বিপুল ক্ষয়ক্ষতি দেখার পর ফ্লোরিডার বাসিন্দারা এখন আতঙ্কিত। মেক্সিকো উপসাগরে আরও শক্তিশালী হয়ে এটি ক্যাটেগরি ৩ থেকে ক্যাটেগরি ৪ ঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রতি ঘণ্টায় ১৩০ মাইল  বেগে আছড়ে পড়তে পারে।

হারিকেন 'ইয়ান'এর প্রভাবে কিউবায় এই বিপুল ক্ষয়ক্ষতি দেখার পর ফ্লোরিডার বাসিন্দারা এখন আতঙ্কিত। মেক্সিকো উপসাগরে আরও শক্তিশালী হয়ে এটি ক্যাটেগরি ৩ থেকে ক্যাটেগরি ৪ ঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রতি ঘণ্টায় ১৩০ মাইল বেগে আছড়ে পড়তে পারে।

7 / 8
ফ্লোরিডায় ঝড়ের মোকাবিলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রায় ২৫ লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি-দোকান বালির বস্তা দিয়ে ব্যারিকেড করা হয়েছে। থিম পার্ক, ওয়াটার পার্কগুলি আগামী দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। মধ্য ফ্লোরিডা জুড়ে ব্যাপক বজ্রপাত ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

ফ্লোরিডায় ঝড়ের মোকাবিলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রায় ২৫ লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি-দোকান বালির বস্তা দিয়ে ব্যারিকেড করা হয়েছে। থিম পার্ক, ওয়াটার পার্কগুলি আগামী দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। মধ্য ফ্লোরিডা জুড়ে ব্যাপক বজ্রপাত ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

8 / 8
Follow Us: