Bangladesh: চিড়িয়াখানায় শিশুর হাত কামড়ে নিয়ে গেল হায়না
National Zoo: বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। শিশুটির মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে শিশুটিকে নিয়ে হায়নার খাঁচার কাছে চলে আসেন। তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
ঢাকা: বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল ২ বছরের সঈদ। খেলার ছলেই হায়নার খাঁচায় জালের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দেয় সে। তারপর যেটা ঘটল, সেরকম যে কিছু ঘটতে পারে তা ছোট্ট সঈদ কেন, তার বাবা, মাও কল্পনা করেননি। জালের ফাঁক দিয়ে খাঁচার ভিতরে হাত ঢোকাতেই কব্জি ছিঁড়ে নিয়ে গেল হায়না (Hyena)। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়ষ বর্তমানে হাত-ছেঁড়া অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি ছোট্ট সঈদ।
চিড়িয়াখানায় হায়নার কামড়ে সঈদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবরটি নিশ্চিক করেছেন স্থানীয় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, রংপুর জেলার পীরগঞ্জের দম্পতি সুমন ও শিউলি আক্তারের সন্তান সঈদ। তার মা-বাবা দুজনেই গাজিপুরে পোশাকের কারখানায় কাজ করেন। এদিন সেখান থেকেই ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যান। তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। আমিনুল ইসলাম বলেন, খাঁচার ফাঁক দিয়ে শিশুটি হাত ঢুকিয়ে দেওয়াতেই এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মহম্মদ রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। শিশুটির মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে শিশুটিকে নিয়ে হায়নার খাঁচার কাছে চলে আসেন। খাঁচায় জাল দেওয়া ছিল। কিন্তু, শিশুটি জালের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। মর্মান্তিক এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা শিশুটিকে তড়িঘড়ি পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি। হাতের খানিক অংশ বাদ হয়ে গেলেও শিশুটির প্রাণ সংশয় নেই বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
জাতীয় চিড়িয়াখানার তত্ত্বাবধানেই শিশুটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন মহম্মদ রফিকুল ইসলাম তালুকদার। অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনার পর প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।