Expensive city: বিশ্বের ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক, তালিকায় ভারতের কোন শহর রয়েছে জানেন?

Expensive city: বিশ্বের তালিকায় বাণিজ্যনগরীর স্থান ১৪৭ নম্বরে হলেও এশিয়ান শহরগুলির মধ্যে মুম্বইয়ের স্থান ২৭ নম্বরে। ‌‌অন্যদিকে, কম ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে প্রতিবেশী দেশ, পাকিস্তানের করাচি এবং ইসলামাবাদ।

Expensive city: বিশ্বের ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক, তালিকায় ভারতের কোন শহর রয়েছে জানেন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 11:43 PM

লন্ডন: দামি শহর হিসাবে এবার হংকং-কে পিছনে ফেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক (New York)। সাম্প্রতিক সমীক্ষায় বিশ্বের মধ্যে ব্যয়বহুল শহর হিসাবে উঠে এসেছে নিউ ইয়র্ক। দ্বিতীয় স্থানে নেমে এসেছে হংকং (Hong Kong)। এর আগে টানা চার বছর ব্যয়বহুল শহরের তকমা ধরে রেখেছিল চিনের হংকং। অন্যদিকে, ব্যয়বহুল শহরের তালিকায় ভারতেরও কয়েকটি শহর রয়েছে। যার মধ্যে শীর্ষে বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। তারপরে রয়েছে যথাক্রমে দিল্লি (Delhi), চেন্নাই (Chennai) ও বেঙ্গালুরু (Bengaluru)। তবে ব্যয়বহুল বিশ্বের শহরের তালিকার অনেকটাই নীচে রয়েছে ভারতের শহরগুলি।

জানা গিয়েছে, Cost of living অর্থাৎ জীবনধারণের খরচের নিরিখে মোট ২০৭টি শহরের উপর সমীক্ষা চালায় লন্ডনের আর্থিক সংস্থা ECA ইন্টারন্যাশনাল। সেই সমীক্ষায় এবারে হংকং-কে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে নিউ ইয়র্ক। হংকং দ্বিতীয় স্থানে এবং তারপর তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। আর ব্রিটেনের রাজধানীর লন্ডনের ঠাঁই হয়েছে চতুর্থ স্থানে। তারপর সিঙ্গাপুর রয়েছে পঞ্চম স্থানে। গত বছর সিঙ্গাপুরের স্থান ছিল ১৩ নম্বরে। অর্থাৎ এক বছরের মধ্যে সিঙ্গাপুরের জীবনধারণের খরচ অনেকটাই বেড়েছে।

অন্যদিকে, ভারতের শহরগুলি প্রথম ১০ বা ২০-তে দূরের কথা, ১০০-র মধ্যেও স্থান পায়নি। ব্যয়বহুল শহর হিসাবে মুম্বইয়ের স্থান হয়েছে ১৪৭ নম্বরে। তারপর ১৬৯ নম্বরে রয়েছে নিউ দিল্লি এবং ১৮৪ নম্বরে রয়েছে চেন্নাই ও ১৮৯ নম্বরে বেঙ্গালুরু। আর তুলনামূলক কম ব্যয়বহুল কলকাতা, ২১১ নম্বরে। তারপর পুনে, ২১৩ নম্বরে। তবে বিশ্বের তালিকায় বাণিজ্যনগরীর স্থান ১৪৭ নম্বরে হলেও এশিয়ান শহরগুলির মধ্যে মুম্বইয়ের স্থান ২৭ নম্বরে। ‌‌

অন্যদিকে, কম ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে প্রতিবেশী দেশ, পাকিস্তানের করাচি এবং ইসলামাবাদ।