Sri Lanka : আশার আলো দেখতে পেল শ্রীলঙ্কা! ২৯০ কোটি ডলার অর্থ সাহায্য়ের আশ্বাস আইএমএফ-র

Sri Lanka : শেষ পর্যন্ত আশার আলো দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। ২৯০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্যের জন্য প্রাথমিক সবুজ সংকেত দেখাল আইএমএফ (IMF)। যদিও এখনও এই সাহায্য শ্রীলঙ্কাকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Sri Lanka : আশার আলো দেখতে পেল শ্রীলঙ্কা! ২৯০ কোটি ডলার অর্থ সাহায্য়ের আশ্বাস আইএমএফ-র
ফাইল ছবি (সৌজন্য়ে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 5:25 PM

কলম্বো : অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দ্বীপরাষ্ট্র। কিছুদিন আগেই সেখানে অর্থনৈতিক সঙ্কট রাজনৈতিক সঙ্কটের আকার ধারণ করে। সেখানে রাজনৈতিক পালাবদল দেখেছে গোটা বিশ্ব। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন রনিল বিক্রমসিঙ্ঘে। কিন্তু এখনও ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। এর আবহে আন্তর্জাতিক অর্থ তহবিলের দিকে তাকিয়ে তাঁর সরকার। এই আবহে মনে হচ্ছে শেষ পর্যন্ত আশার আলো দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। ২৯০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্যের জন্য প্রাথমিক সবুজ সংকেত দেখাল আইএমএফ (IMF)। যদিও এখনও এই সাহায্য শ্রীলঙ্কাকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে শ্রীলঙ্কার সঙ্গে এই সংক্রান্ত কথাবর্তা পাকা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে আইএমএফ-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কাকে যে অর্থ সাহায্য করার কথা ভাবা হচ্ছে, সেই কর্মসূচির উদ্দেশ্য হল সেদেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ মিটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা।’ এদিকে আইএমএফ-এর বিবৃতিতে শ্রীলঙ্কার শাসন ব্যবস্থার গভীরের দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, এই অর্থ সাহায্যের বিষয়ে শ্রীলঙ্কা সরকারের আধিকারিকদের সঙ্গে আলোচনা চালান আইএমএফ কর্তারা।

এদিকে আইএমএফ-এর ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ বোর্ডের অনুমোদন পেলেই শ্রীলঙ্কার পকেটে আসবে এই ২৯০ কোটি ডলার অর্থ। ধুকতে থাকা শ্রীলঙ্কার অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যেই এই পদক্ষেপে সম্মত হয়েছে আইএমএফ। শ্রীলঙ্কার অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইএমএফ সমস্ত চেষ্টা করবে বলে বলা হয়েছে। এই ২৯০ কোটি ডলারের প্যাকজের মাধ্যমে দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক ঘাটতি এবং চিনা ঋণের বোঝা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিগত দিনে শ্রীলঙ্কার করুণ অবস্থা প্রকাশ্যে এসেছে গোটা বিশ্বের। খাবার, ওষুধ, জ্বালানি, কিছুই নেই সেই দেশে। ভারত খাদ্য সামগ্রী, জ্বালানি দিয়ে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে। তবে চিনের থেকে নেওয়া ঋণের বোঝার ভারে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। এই অবস্থা থেকে দেশটিকে তুলে ধরতে অর্থ সাহায্য করতে চলেছে আইএমএফ।