Election Candidate shot dead: নির্বাচনী জনসভায় প্রার্থীকে গুলি! পাকিস্তানে মৃত্যু ইমরানের দলের নেতার
এই ঘটনা নিয়ে পুলিশের এক সিনিয়র অফিসার বলেছেন, “অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে বাজাউর কেন্দ্রের পিটিআই প্রার্থী রেহান জায়েব খানের। তাঁর সমর্থকরাও আহত হয়েছেন। নির্বাচনী প্রচারের সময় এই ঘটনা ঘটেছে।” রেহান দীর্ঘদিনের পিটিআই নেতা। এই নির্বাচনে পিটিআই-কে ভোট থেকে বিরত করার পর নির্দল হিসাবেই লড়াই করছেন তিনি।
ইসলামাবাদ: টালমাটাল পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সামনের সপ্তাহে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে বুধবার পাক নির্বাচনের এক প্রার্থীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া এলাকার সিদ্দিক আবাদ পাঠক বাজারে একটি নির্বাচনী মিছিল হচ্ছিল বুধবার। তখনই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থীকে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গুলিচালনার এই ঘটনায় আহত পিটিআই প্রার্থীর নাম রেহান জায়েব খান। তিনি বাজাউর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। গুলিবিদ্ধ হয়ে রেহানের মৃত্যুর পাশাপাশি তার তিন সমর্থক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
২টি ভিন্ন মামলায় কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হয়েছেন পিটিআই প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সাজা ঘোষণার দুদিনের মধ্যেই তার দলের প্রার্থীর উপর চলল গুলি। ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ওই প্রদেশে।
এই ঘটনা নিয়ে পুলিশের এক সিনিয়র অফিসার বলেছেন, “অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে বাজাউর কেন্দ্রের পিটিআই প্রার্থী রেহান জায়েব খানের। তাঁর সমর্থকরাও আহত হয়েছেন। নির্বাচনী প্রচারের সময় এই ঘটনা ঘটেছে।” রেহান দীর্ঘদিনের পিটিআই নেতা। এই নির্বাচনে পিটিআই-কে ভোট থেকে বিরত করার পর নির্দল হিসাবেই লড়াই করছেন তিনি।
এ সপ্তাহের শুরুতেই পাকিস্তানের বালুচিস্তানে নির্বাচনী জনসভায় হামলা হয়েছিল। বোমা মামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছিল। এবং পাঁচ জন গুরুতর আহত হন। সিব্বি শহরের জিন্না রোডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তার এক দিন পরই প্রার্থীর মৃত্যু হল গুলিবিদ্ধ হয়ে।