Donald Trump: প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
US President Election 2024: কলোরাডো সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মার্কিন সরকারের বিরুদ্ধে হিংসায় উসকানিমূলক ভূমিকা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্যাপিটল হামলায় জড়িত থাকার কারণেই রিপাবলিকান প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হিসাবে অযোগ্য ঘোষণা করা হচ্ছে।
ওয়াশিংটন: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন মুলুকে। ফের একবার প্রেসিডেন্টের দৌড়ে সামিল হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জনপ্রিয়তার নিরিখে তরতরিয়ে উঠছিলেন ট্রাম্প, কিন্তু নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন তিনি। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্টের তরফে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন নির্বাচন থেকে ‘ডিসকোয়াফাইড’ (Disqualified) বা বিতাড়িত করে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলায় তাঁর ভূমিকা নিয়েই সুপ্রিম কোর্টের তরফে ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য বলে রায় দেওয়া হয়। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থীকে আদালত অযোগ্য বলে ঘোষণা করল।
যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে গোপন নথি ফাঁস, একাধিক অভিযোগ রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনিই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হয়েছে। এবার তাঁকে নির্বাচন থেকেই নির্বাসিত করা হল। কলোরাডো সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার অযোগ্য। মার্কিন সংবিধানের এই আইনবিধি প্রায় ব্যবহার করা হয় না বললেই চলে। সেই বিধান প্রয়োগ করেই ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিতাড়িত করে আদালত।
কলোরাডো সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মার্কিন সরকারের বিরুদ্ধে হিংসায় উসকানিমূলক ভূমিকা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্যাপিটল হামলায় জড়িত থাকার কারণেই রিপাবলিকান প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হিসাবে অযোগ্য ঘোষণা করা হচ্ছে।
তবে এই নিয়ম শুধুমাত্র কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, যা আগামী ৫ মার্চ হতে চলেছে। তবে কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায় ৫ নভেম্বরের সাধারণ নির্বাচন, যা প্রধান প্রেসিডেন্ট নির্বাচন হিসাবেই পরিচিত, তার উপরও পড়বে বলে মনে করা হচ্ছে।
কলোরাডো সুপ্রিম কোর্টের রায়ের পরই ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা সংস্থার তরফে এই রায়কে পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে মার্কিন সুপ্রিম কোর্টে যাবে বলেও জানিয়েছে।