Operation Kaveri : যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের দেশে ফেরাতে ‘অপারেশন কাবেরী’ শুরু ভারতের
Operation Kaveri: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে সেই দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর অভিযান শুরু করল ভারত। সোমবার (২৪ এপ্রিল), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন কাবেরী'।
নয়া দিল্লি/ খার্তুম: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে সেই দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর অভিযান শুরু করল ভারত। সোমবার (২৪ এপ্রিল), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফেরার জন্য পোর্ট সুদানে উপস্থিত হয়েছেন। এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’। এস জয়শঙ্কর টুইটে বলেছেন, “সুদানে আটকে থাকা নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন কাবেরী শুরু করা হয়েছে। প্রায় ৫০০ ভারতীয় পোর্ট সুদানে পৌঁছে গিয়েছে। আরও অনেক রাস্তায় আছেন। আমাদের জাহাজ এবং বিমান তাদের ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৈরি রয়েছে। আমাদের সকল ভাইবোনদের সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রতিবদ্ধ।” প্রসঙ্গত, এর আগে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওযার পর, সেই দেশ থেকেও ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে এলেছিল ভারত সরকার। সেই উদ্ধার অভিযানের নাম ছিল ‘অপারেশন গঙ্গা’।
রবিবারই বিদেশ মন্ত্রক জানিয়েছিল, সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সৌদি আরবের রাজধানী জেদ্দায় দুটি সি-১৩৯জে গ্লোবমাস্টার বিমানকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এছাড়া, ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধাও পোর্ট সুদানে পৌঁছেছে। সুযোগ পেলেই ভারতীয়দের ফেরানোর জন্য পরিকল্পনাও তৈরি ছিল। তবে এই অভিযান পুরোপুরি সুদানের যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছিল মন্ত্রক। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছিল, খার্তুমের বিভিন্ন স্থানে এখনও ভয়ংকর লড়াই চলছে। এই অবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছিল বিদেশ মন্ত্রক। সুদানী কর্তৃপক্ষ ছাড়াও, সুদানে ভারতীয় দূতাবাস, রাষ্ট্রপুঞ্জ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল।
Operation Kaveri gets underway to bring back our citizens stranded in Sudan.
About 500 Indians have reached Port Sudan. More on their way.
Our ships and aircraft are set to bring them back home.
Committed to assist all our bretheren in Sudan. pic.twitter.com/8EOoDfhlbZ
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 24, 2023
সোমবার সকালেই ফরাসী কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৮টি দেশ থেকে ৩৮৮ জনকে সুদান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছে। ভারতের ফরাসী দূতাবাস থেকে টুইট করে বলা হয়, “ফরাসী উদ্ধার অভিযান চলছে। গত রাতে দুটি সামরিক বিমানে ভারতীয় নাগরিক-সহ ২৮টি দেশ থেকে ৩৮৮ জনকে উদ্ধার করা হয়েছে।” গত শনিবার, ১৫৭ জনকে সুদান থেকে সরিয়ে নিয়ে এসেছিল সৌদি আরব। তার মধ্যে ৯১ জন ছিলেন সৌদির নাগরিক, বাকিরা ভারত-সহ অন্যান্য দেশের।