Biden: ভারতের অর্থনৈতিক করিডোর আটকাতেই হামাসের হামলা? বিস্ফোরক দাবি বাইডেনের
Hamas on Biden attack: জি২০ শীর্ষ সম্মেলনের সময়, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল। ভারতের জি২০ সভাপতিত্বের অন্যতম সাফল্য হিসেবে ধরা হয়েছিল এই অর্থনৈতিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী মোদী এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেছিলেন।
ওয়াশিংটন: নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের সময়, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল। এর জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। মনে করা হয়েছিল, চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস’ বা ‘বিআরআই’ প্রকল্পের উপযুক্ত জবাব হয়ে উঠবে এই প্রকল্প। ভারতের জি২০ সভাপতিত্বের অন্যতম সাফল্য হিসেবে ধরা হয়েছিল এই অর্থনৈতিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী মোদী এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেছিলেন। ইজরায়েল-হামাস যুদ্ধের পিছনে অন্যতম কারণ কি এই উচ্চাকাঙ্খী পরিকাঠামো প্রকল্প? এই প্রকল্পের ঘোষণাই কি হামাসকে হামলার জন্য উসকে দিয়েছিল? শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করার সময়, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হামাসের হামলার পিছনে অন্যতম কারণ ছিল এই বাণিজ্যিক করিডোর প্রকল্প। তবে, এই দাবির সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। বাইডেন বলেন, “আমি নিশ্চিত, হামাসের আক্রমণের অন্যতম কারণ ছিল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্প। আমার কাছে এর কোনও প্রমাণ নেই, তবে আমার মন বলছে এটাই ছিল হামলার অন্যতম কারণ। কারণ এই প্রকল্প রূপায়িত হলে, আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে ঐক্যবদ্ধ হবে ইজরায়েল। সামগ্রিকভাবে গোটা অঞ্চলই ঐক্যবদ্ধ হবে। সেই কাজকে পিছিয়ে দিতেই এই হামলা করা হয়েছে। ”
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরটি এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যোগাযোগ আরও মসৃণ করবে এবং এর ফলে অর্থনৈতিক ঐক্য এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই অর্থনৈতিক করিডোরটি তৈরি হবে দুটি পৃথক করিডোর নিয়ে। পূর্বের করিডোরটি ভারতকে পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযুক্ত করবে। উত্তরের করিডোরটি পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করবে। ফলে ভারতের সঙ্গে যুক্ত হবে ইউরোপ। রেল, সড়ক এবং বন্দরের জালে তৈরি হওয়ার কথা এই সমগ্র করিডোরটির। এই প্রকল্পের সঙ্গে ইজরায়েলের সরাসরি কোনও যোগ না থাকলেও, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরি হলে, আরব দেশগুলির সঙ্গে ইজরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা জোরালো হত।
৭ অক্টোবর, ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। নির্বিচারে হত্যা করেছিল শয়ে শয়ে ইজরায়েলিকে। তারপর থেকে, ২০ দিন ধরে গাজায় আকাশপথে একটানা হামলা চালাচ্ছে ইজরায়েল। যার জেরে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্পের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। ইজরায়েলের সঙ্গে আরব দেশগুলির সম্পর্কের ফের অবনতি হচ্ছে। কাজেই বাইডেনের দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।