বিবেকেই ভরসা! বাইডেনের স্বাস্থ্য কমিটির সার্জেন জেনারেলও এক ভারতীয় বংশোদ্ভূত
ডঃ মূর্তি আগে ছিলেন করোনা মহামারী বিষয়ে বাইডেনের উপদেষ্টা। ক্ষমতায় এলে কীভাবে মহামারী নিয়ন্ত্রণ করবেন বাইডেন, সে রূপরেখাও নাকি তৈরি করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত।
নয়া দিল্লি: বারবার জো বাইডেন (Joe Biden) জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসাবে তাঁর প্রথম কাজ হবে করোনা নিয়ন্ত্রণ। এবার নিজের স্বাস্থ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। যেখানে গুরুত্বপূর্ণ পদ পেলেন ভারতীয় বংশেদ্ভূত ডঃ বিবেক মূর্তি (Vivek Murthy)। বাইডেনের স্বাস্থ্য কমিটিতে করোনা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা হচ্ছেন ডঃ অ্যান্টনি ফৌসি। সার্জেন জেনারেল হচ্ছেন ডঃ বিবেক মূর্তি ও স্বাস্থ্য সচিবের দায়িত্বে থাকছেন জেভিয়ার বেকেরা।
জো বাইডেনের (Joe Biden) আমলে মার্কিন সিডিসির দায়িত্ব সামলাবেন ডঃ রোচেল ওয়ালেনস্কি। এছাড়া করোনা টাস্ক ফোর্সের চেয়ারম্যান হচ্ছেন ডঃ মারকেলা নুনেজ স্মিথ। বাইডেন বলেছেন, “এই বিশ্বস্ত দলের নেতৃত্বে করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। যার মাধ্যমে আমেরিকাবাসী আবার কাজে ফিরতে পারবেন।”
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও জানিয়েছেন, এই উপদেষ্টাদের নেতৃত্বে মহামারী নিয়ন্ত্রণ করে ফের অর্থনীতিতে সচলতা আনতে পারবে আমেরিকা। আগে থেকেই শোনা যাচ্ছিল বাইডেনের প্রশাসনিক দলে কোনও গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বিবেক মূর্তি। এবার স্বাস্থ্য কমিটির ঘোষণায় সেই সম্ভাবনাই অক্ষরে অক্ষরে মিলে গেল।
আরও পড়ুন: মার্কিন প্রতিরক্ষার সর্বোচ্চ দায়িত্বে এক কৃষ্ণাঙ্গ! ‘ইতিহাস’ গড়লেন জো বাইডেন
ডঃ মূর্তি আগে ছিলেন করোনা মহামারী বিষয়ে বাইডেনের উপদেষ্টা। ক্ষমতায় এলে কীভাবে মহামারী নিয়ন্ত্রণ করবেন বাইডেন, সে রূপরেখাও নাকি তৈরি করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে প্রকাশিত হয়েছে, “রোজ একবার না হলে অন্তত সপ্তাহে ৪ দিন মহামারী নিয়ে বাইডেনকে উপদেশ দেন ডঃ মূর্তি।”