উচ্চতা বাড়ল মাউন্ট এভারেস্টের, নেপাল ও চিনের যৌথ সমীক্ষায় চমকপ্রদ তথ্য

২০১৫ সালে ভূমিকম্পের পর নেপাল প্রশাসন মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নেয়। তারপর আজ চিনের জিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, এই উচ্চতা বৃদ্ধির কথা।

উচ্চতা বাড়ল মাউন্ট এভারেস্টের, নেপাল ও চিনের যৌথ সমীক্ষায় চমকপ্রদ তথ্য
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 4:54 PM

কাঠমান্ডু: ১৯৫৪ সালের ভারতের পরিমাপ অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। কিন্তু আজ নেপাল (Nepal) ও চিনের (China) যৌথ পরিমাপে পর্বত শৃঙ্গের উচ্চতা আরও ৮৬ সেন্টিমিটার বাড়ল। নেপাল ও চিনের যৌথ পরিমাপ অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার।

২০১৫ সালে ভূমিকম্পের পর নেপাল প্রশাসন মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নেয়। তারপর আজ চিনের জিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, এই উচ্চতা বৃদ্ধির কথা। নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালিও জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। এর আগে অবশ্য আরও দুবার মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিল চিন। ১৯৭৫ সালে চিনের পরিমাপ অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ধারিত হয়েছিল ৮,৮৪৮.১৩ মিটার, ২০০৫ সালে তারা জানিয়ে ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৪.৪৩ মিটার।

আরও পড়ুন: কৃষক আন্দোলনে ‘কোণঠাসা’ সরকার? মঞ্চে অমিত শাহ, আজই বৈঠক

মাউন্ট এভারেস্টকে তিব্বতি ভাষায় মাউন্ট কোমোলাংমা বলে। বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গের অবস্থান ইন্ডিয়ান ও ইউরেশিয়ান পাতের সংযোগস্থলে। যেখানে পাতের সক্রিয়তা অত্যন্ত বেশি। গাও দেঙ্গি নামে এক গবেষক জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা জানা অত্যন্ত প্রয়োজনীয়। যা হিমালয়ের বিভিন্ন পাতের সক্রিয়তা সম্পর্কে তথ্য দেয়।