Hamas Leader Killed: নিকেশ একের পর এক হামাস প্রধান, এয়ারস্ট্রাইকে খতম নুখবা বাহিনীর কম্যান্ডারও

Israel Palestine Conflict: আইডিএফের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে ইজরায়েলি এয়ার ফোর্সের ফাইটার জেট দক্ষিণ ইজরায়েলে হামলা চালায়। ওই বিস্ফোরণের অভিঘাতেই মৃত্যু হয় নুখবা বাহিনীর সাউর্থান খান ইউনিস ইউনিটের প্রধান বিলাল আল কাদরের।

Hamas Leader Killed: নিকেশ একের পর এক হামাস প্রধান, এয়ারস্ট্রাইকে খতম নুখবা বাহিনীর কম্যান্ডারও
এয়ারস্ট্রাইকের পর কালো ধোঁয়ায় ঢাকছে ইজরায়েলের আকাশ।Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 12:27 PM

জেরুজালেম: হামাস বাহিনীকে দমনে আরও বড় সাফল্য় ইজরায়েলি সেনার। ইজরায়েলের এয়ারস্ট্রাইকে মৃত্যু হল হামাসের অন্যতম শীর্ষ নেতা বিলাল আল কাদরের। নুখবা বাহিনীর কম্যান্ডার ছিলেন বিলাল। দক্ষিণ ইজরায়েলে আইডিএফ এয়ারস্ট্রাইক চালায়। সেই অভিঘাতেই মৃত্যু হয় নুখবা বাহিনীর প্রধানের।

আইডিএফের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে ইজরায়েলি এয়ার ফোর্সের ফাইটার জেট দক্ষিণ ইজরায়েলে হামলা চালায়। ওই বিস্ফোরণের অভিঘাতেই মৃত্যু হয় নুখবা বাহিনীর সাউর্থান খান ইউনিস ইউনিটের প্রধান বিলাল আল কাদরের। ইজরায়েলের এয়ার ফোর্সের তরফে এক্স হ্যান্ডেলে ভিডিয়োও পোস্ট করা হয়।

ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, “গাজা স্ট্রিপে সন্ত্রাসবাদী পরিকাঠামো ও কার্যকলাপের বিরুদ্ধে আইডিএফের অভিযান চলছে। আইডিএফ ও আইএসএ নুখবা কম্য়ান্ডারকে নিকেশ করেছে। কিবিবুটজ় নিরিম গণহত্যার জন্য দায়ী ছিলেন বিলাল।”

জানা গিয়েছে, ইজরায়েলের সীমান্তবর্তী দুটি গ্রাম নিরিম ও নির ওজে হামলা চালানোর দায়িত্বে ছিলেন বিলাল আল কাদর। ২০০৫ সালে তাঁকে ইজরায়েলিদের অপহরণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে অবশ্য গিলাদ সালিট বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পায় বিলাল।

গতকাল রাতের এয়ারস্ট্রাইকে বিলালের পাশাপাশি আরও কয়েকজন হামাসের সদস্যকেও নিকেশ করা হয়েছে বলে জানানো হয়েছে।