Israel-Gaza conflict: কাতারে-কাতারে সেনা ঢুকছে গাজায়, চলছে জোরদার অপারেশনের প্রস্তুতি

Israel-Hamas war: একদিকে পরপর রকেট হামলায় কার্যত চারদিকে ধ্বংসের ছবি, মাটি পর্যন্ত পুড়ে কালো হয়ে গিয়েছে। অন্যদিকে, সীমানা দিয়ে কাতারে-কাতারে সেনা ঢুকছে গাজা শহরে। আরও ভয়াবহ পরিস্থিতি যে আসতে চলেছে, তা এই সেনাবাহিনীর প্রবেশের ঘটনাতেই স্পষ্ট।

Israel-Gaza conflict: কাতারে-কাতারে সেনা ঢুকছে গাজায়, চলছে জোরদার অপারেশনের প্রস্তুতি
গাজা সীমানা দিয়ে ঢুকছে ইজরায়েলি সেনা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 11:23 PM

গাজা: ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধে জ্বলছে গাজা (Gaza)। দিন কয়েক আগেই গাজাকে অবরুদ্ধ করেছে ইজরায়েল (Israel) সরকার। ইজরায়েল বাহিনীর রকেট হামলায় কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে গাজা। ইতিমধ্যে ইজরায়েলের (Israel) এই সীমান্তবর্তী এলাকা, গাজায়(Gaza) পৌঁছেছেন TV9-এর প্রতিনিধি। তিনি গাজার সীমান্তবর্তী এলাকার যে ছবি তুলে ধরেছেন, তা দেখলে রীতিমতো ভয় ধরবে।

TV9-এর প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে, রকেট হামলায় ধ্বস্ত গাজার ছবি। একদিকে পরপর রকেট হামলায় কার্যত চারদিকে ধ্বংসের ছবি, মাটি পর্যন্ত পুড়ে কালো হয়ে গিয়েছে। অন্যদিকে, সীমানা দিয়ে কাতারে-কাতারে সেনা ঢুকছে গাজা শহরে। আরও ভয়াবহ পরিস্থিতি যে আসতে চলেছে, তা এই সেনাবাহিনীর প্রবেশের ঘটনাতেই স্পষ্ট। এছাড়া গাজা সীমান্ত বরাবর যুদ্ধট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সীমান্তজুড়ে বড় আক্রমণের প্রস্তুতি চলছে। এদিন রাতেই পণবন্দিদের উদ্ধার করে গাজা থেকে হামাসকে সম্পূর্ণভাবে নিকেশ করার পরিকল্পনা করেছে নেতানিয়াহুর সরকার।

এদিকে, যত দিন যাচ্ছে, ততই ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আবার ইজরায়েলের পাশে থাকা লেবানন, সিরিয়া, জর্ডনে যুদ্ধের তৎপরতা শুরু হয়েছে। হিজবুল্লা গোষ্ঠীও হামলা শুরু করেছে। সবমিলিয়ে, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি ক্রমশ আরও বড় আকার নিতে চলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধেরও আশঙ্কা দেখা দিয়েছে।