Gaza: শহর নাকি শ্মশানপুরী! গাজার ভয়াবহ ছবি দেখলেন টিভি৯ বাংলার প্রতিনিধি
Israel-Gaza conflict: আরব দেশগুলি প্যালেস্টাইনকে সমর্থন জানালে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপীয় দেশগুলি ইজরায়েলকে সমর্থন করবে। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সবমিলিয়ে, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে চলেছে।
গাজা: একের পর এক রকেট হামলায় ধ্বস্ত গাজা। কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে ইজরায়েলের (Israel) এই সীমান্তবর্তী এলাকা (Gaza)। রবিবার সেই গাজার সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন একমাত্র বাঙালি সাংবাদিক, TV9 বাংলার প্রতিনিধি, সিজার মণ্ডল ও চিত্রসাংবাদিক সুদেব রায়। তাঁরা গাজার সীমান্তবর্তী এলাকার যে ছবি তুলে ধরেছেন, তা দেখলে সত্যিই শিউরে উঠতে হবে।
TV9 বাংলার প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে রকেট হামলায় ধ্বস্ত গাজা সীমানার ছবি। যা দেখে বোঝা যাচ্ছে না, এটা কোনও শহর নাকি শ্মশানপুরী। পুরো এলাকা পুড়ে গিয়েছে। চারদিকে শুধু ধ্বংসের ছবি। বড়-বড় গাছগুলি পুড়ে খাক হয়ে পড়ে রয়েছে। মাটি পর্যন্ত কালো হয়ে গিয়েছে। পরপর গোলা, রকেটে যে গোটা এলাকা পুড়ে গিয়েছে, তারই চিহ্ন বহন করছে এগুলি। আর এসবের মাঝে পড়ে রয়েছে ২ হামাস জঙ্গির দেহ। ইজরায়েল বাহিনীর হামলায় যে এদের প্রাণ গিয়েছে, তা স্পষ্ট। এর উপর গাজা সীমান্ত বরাবর সার দিয়ে যুদ্ধট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে। ১ লক্ষের বেশি সেনা ইজরায়েল সীমান্ত ঘিরে রয়েছে। অর্থাৎ সীমান্তজুড়ে যে বড় আক্রমণের প্রস্তুতি চলছে, তা স্পষ্ট।
গাজার পাশাপাশি ইজরায়েলের শেষ শহর সেদরাতেও ক্রমাগত রকেট হামলা হচ্ছে। খুব কাছ থেকে সেই হামলার সাক্ষ্য হয়েছেন TV9 বাংলার প্রতিনিধি। সাংবাদিকদের আশ্রয় কেন্দ্রের পাশেই রকেট হামলা হয়েছে। সাংবাদিকেরা বাঙ্কারে ঢুকে কোনক্রমে প্রাণ বাঁচান। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও প্রাণ বাঁচাতে ওই বাঙ্কারে ঢুকে পড়েন। সবমিলিয়ে, ভয়াবহ পরিস্থিতি গাজা-সহ সমগ্র ইজরায়েলের।
তবে এই যুদ্ধ কেবল ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যেই সীমাবদ্ধ নেই। যত দিন যাচ্ছে, যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইজরায়েলের পাশে থাকা লেবানন, সিরিয়া, জর্ডনে যুদ্ধের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে লেবানন থেকে হামলা শুরু হয়েছে। হিজবুল্লা গোষ্ঠীও হামলা শুরু করেছে। এর উপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরব দেশগুলিকে একজোটের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে খবর পেয়েছে ওয়াশিংটন। যা মার্কিন প্রেসিডেন্টের উদ্বেগ বাড়িয়েছে।
ইজরায়েল-হামাস যুদ্ধের শুরুতে গাজা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে হবে। বাইরে ছড়িয়ে পড়লে গোটা দুনিয়ায় খারাপ প্রভাব পড়বে। রাশিয়ার প্রেসিডেন্টের এই সতর্কবার্তার পরই যেন কিছুটা থমকে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস সূত্রের খবর, গাজার উপর সম্পূর্ণভাবে হামলা চালালে গণহত্যাকে কাজে লাগিয়ে আরব দেশগুলিকে একজোটের চেষ্টায় নামতে পারেন পুতিন। আর সেটা হলে ইজরায়েলের সঙ্গে ওয়াশিংটনেরও সমস্যা বাড়তে পারে। তাই এখন মার্কিন প্রেসিডেন্ট বলছেন, কোনও নিরীহ মানুষের প্রাণ যাওয়া উচিত নয়।
তবে আরব দেশগুলি প্যালেস্টাইনকে সমর্থন জানালে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপীয় দেশগুলি ইজরায়েলকে সমর্থন করবে। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সবমিলিয়ে, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে চলেছে।