Israel Palestine Conflict: মেঘ বাঁচিয়ে দিল গাজাকে! আবহাওয়ার কারণেই হামলায় দেরি ইজরায়েলের?

আমেরিকার সংবাদ মাধ্যম নিয়ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত দুদিনে গাজা এবং ইজরায়েলে আবহাওয়ার অবস্থা বেশ বিরূপ ছিল। আকাশে ছিল মেঘ। সে জন্যই এই হামলা শুরু করেনি ইজরায়েল। কারণ স্থলপথে হামলা চালিয়ে মূলত হামাস জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে চায়। টানেলে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে মারতে চায় ইজরায়েল। সে জন্য স্থলপথে যখন ইজরায়েল সেনা গাজার বিভিন্ন শহরে ঢুকবে।

Israel Palestine Conflict: মেঘ বাঁচিয়ে দিল গাজাকে! আবহাওয়ার কারণেই হামলায় দেরি ইজরায়েলের?
গাজা সীমান্তে ইজরায়েলি সেনাImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 6:59 PM

জেরুজালেম: গাজায় স্থলপথে হামলা করার কথা শুক্রবারই ঘোষণা করেছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স। ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তর অংশের বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। এই হুমকি দেওয়ার সময় থেকেই গাজা সীমান্তে যুদ্ধের ট্যাঙ্ক, সমরাস্ত্র মোতায়েন করেছিল ইজরায়েল। কিন্তু তা সত্ত্বেও গাজা স্ট্রিপে স্থলপথে আক্রমণ শুরু করেনি ইজরায়েল। এর জেরে কিছুটা হলেও নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পেয়েছে গাজাবাসী। কিন্তু কেন এই দেরি?

আমেরিকার সংবাদ মাধ্যম নিয়ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত দুদিনে গাজা এবং ইজরায়েলে আবহাওয়ার অবস্থা বেশ বিরূপ ছিল। আকাশে ছিল মেঘ। সে জন্যই এই হামলা শুরু করেনি ইজরায়েল। কারণ স্থলপথে হামলা চালিয়ে মূলত হামাস জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে চায়। টানেলে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে মারতে চায় ইজরায়েল। সে জন্য স্থলপথে যখন ইজরায়েল সেনা গাজার বিভিন্ন শহরে ঢুকবে। তখন তাঁদর সাহায্য করার জন্য আকাশ পথে নজরদারি চালাবে ড্রোন ও হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকার কারণে তা সেই কাজ চালাতে অসুবিধা হওয়া স্বাভাবিক। সে জন্যই ইজরায়েল কিছুটা সময় নিয়ে আক্রমণ করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

আক্রমণে দেরি করার কারণ হিসাবে আরও একটি বিষয় উঠে আসছে। ইজরায়েলের অনেক বাসিন্দাকে পণবন্দি বানিয়ে গাজায় নিয়ে গিয়েছে হামাস বাহিনী। ইজরায়েল সেনা আক্রমণ চালালে তাঁদেরকে ঢাল বানাতে পারে হামাস। তাই পরিকল্পনা করে এবং সবদিক খতিয়ে দেখে আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে ইজরায়েল। এমনটাই দাবি করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। রবিবারই ফের আক্রমণের হুমকি দিয়েছে ইজরায়েল। কবে থেকে ইজরায়েল স্থলপথে আক্রমণ শুরু করবে সেই আশঙ্কার প্রহর গুণছেন গাজাবাসী।