Israel PM: ‘বড় মূল্য চোকাতে হবে’, হামাসকে হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Israel-Hamas war: হামাস বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাদের বিরুদ্ধে গোটা বিশ্ব একজোট হয়ে লড়াই চালাবে জানিয়ে নেতানিয়াহু লেন, "হামাস হল আইএস। গোটা বিশ্ব যেমন আইএসকে পরাজিত করতে একত্রিত হয়েছে, তেমনই হামাসকে পরাজিত করতে বিশ্বের সমস্ত শক্তিগুলি ইজরায়েলকে সমর্থন করবে।"

Israel PM: 'বড় মূল্য চোকাতে হবে', হামাসকে হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রীর
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি হামাস বাহিনীকে।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 8:02 AM

জেরুজালেম: ইজরায়েল ও হামাস (Israel-Hamas) বাহিনীর যুদ্ধ আজ, মঙ্গলবার চারদিনে পড়ল। ইতিমধ্যে প্রায় ১৫০০ নাগরিকের মৃত্যু হয়েছে। হামাস বাহিনীর হামলায় বিপর্যস্ত ইজরায়েল। এবার হামাস বাহিনীকে পাল্টা হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel PM) বেঞ্জামিন নেতানিয়াহু। হুঙ্কারের সুরে তিনি বলেন, “হামাস এই যুদ্ধ শুরু করেছে, কিন্তু শেষ করবে ইজরায়েল।”

হামাস বাহিনীকে জব্দ করতে সোমবারই গাজা অবরুদ্ধ করার কথা ঘোষণা করেছে ইজরায়েল। সীমান্তবর্তী ওই এলাকায়, যেখান থেকে হামাস বাহিনী ইজরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে, সেখানে খাদ্য, পানীয়, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইজরায়েল সরকার। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হামাস বাহিনী। গাজায় বন্দি করে রাখা ইজরায়েলের সকল নাগরিককে হত্যা করার হুঁশিয়ারি দিয়েছে। এবার সুর চড়িয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী।

দেশের যুদ্ধ-পরিস্থিতি নিয়ে এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ইজরায়েলে যুদ্ধ চলছে। আমরা এই যুদ্ধ চাইনি। নৃশংস ও বর্বরোচিতভাবে এটা শুরু করা হয়েছে। তবে ইজরায়েল এই যুদ্ধ না চাইলেও ইজরায়েলই শেষ করবে।” এভাবে যুদ্ধ করার জন্য হামাসবাহিনীকে ‘বড় মূল্য চোকাতে হবে এবং সেটা দীর্ঘ সময় মনে থাকবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

গাজায় বন্দি নাগরিকদের হত্যার যে হুঁশিয়ারি হামাস দিয়েছে, সেকথারও উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, “ইজরায়েলের নিরীহ নাগরিকদের উপর হামাস যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা পীড়া দেয়। পরিবারগুলিকে তাদের বাড়িতেই হত্যা করছে, উৎসবের মধ্যে শত শত যুবককে গণহত্যা করা, অনেক নারী, শিশু এবং বয়স্কদের অপহরণ করছে। শিশুদের বেঁধে, পুড়িয়ে মারছে হামাস। ওরা বর্বর।” এপ্রসঙ্গে হামাস বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাদের বিরুদ্ধে গোটা বিশ্ব একজোট হয়ে লড়াই চালাবে জানিয়ে নেতানিয়াহু বলেন, “হামাস হল আইএস। গোটা বিশ্ব যেমন আইএসকে পরাজিত করতে একত্রিত হয়েছে, তেমনই হামাসকে পরাজিত করতে বিশ্বের সমস্ত শক্তিগুলি ইজরায়েলকে সমর্থন করবে।”

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থন জানিয়েছে। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদও জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া অন্যান্য যে সমস্ত রাষ্ট্রনেতারা সমর্থন জানিয়েছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছন ইজরায়েলের প্রধানমন্ত্রী।