Leaning Tower: অতিরিক্ত হেলে থাকাতেই বিপদ, যেকোনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে লিনিং টাওয়ার

Italy: প্রায় শতবর্ষ ধরে ইটালি এই টাওয়ারকে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষিত রাখার জন্য নানা কাজ করেছে। কিন্তু এই টাওয়ার এবার বিপদেক মুখে। বৈজ্ঞানিক কমিটির তরফে জানানো হয়েছে, অত্যাধিক হেলে থাকার কারণেই যেকোনও মুহূর্তে এই টাওয়ার ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leaning Tower: অতিরিক্ত হেলে থাকাতেই বিপদ, যেকোনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে লিনিং টাওয়ার
ইটালির লিনিং টাওয়ার।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:44 PM

প্যারিস: ছোটবেলায় ইতিহাসের বইতে লেখা ছিল ‘লিনিং টাওয়ার অব পিসা’ (Leaning Tower of Pisa)-র কথা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পিসার এই হেলানো টাওয়ার দেখতে আসেন। তবে শুধু পিসার টাওয়ারই নয়, আরও কয়েকটি হেলানো টাওয়ার রয়েছে বিশ্বজুড়ে। এমনই একটি টাওয়ার হল ইটালির (Italy) গারিসেন্ডা টাওয়ার (Garisenda Tower)। প্রায় ১০০০ বছর ধরে একইভাবে হেলানো অবস্থায় রয়েছে টাওয়ার। কিন্তু বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার এবার বিপদের মুখে। লিনিং টাওয়ারের ভিত আর মজবুত নেই। যেকোনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে এই টাওয়ার। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইটালির বোলোগনায় অবস্থিত ১৫০ ফুট গারিসেন্ডা টাওয়ারই লিনিং টাওয়ার নামে পরিচিত। চতুর্দশ শতাব্দী থেকে এই টাওয়ার রয়েছে। টাওয়ারটি তৈরির সময়ই তা সামান্য হেলে যায়, সেটিকে সোজা করার জন্য যখন টাওয়ারটিকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়, তখন ৪ ডিগ্রি  হেলে যায় টাওয়ারটি। প্রসঙ্গত, বিশ্বের সবথেকে হেলানো টাওয়ার হল লিনিং টাওয়ার অব পিসা। ৫ ডিগ্রি হেলে থাকে পিসার টাওয়ারটি।

প্রায় শতবর্ষ ধরে ইটালি এই টাওয়ারকে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষিত রাখার জন্য নানা কাজ করেছে। কিন্তু এই টাওয়ার এবার বিপদেক মুখে। বৈজ্ঞানিক কমিটির তরফে জানানো হয়েছে, অত্যাধিক হেলে থাকার কারণেই যেকোনও মুহূর্তে এই টাওয়ার ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইটালি সরকারের তরফে সিভিল প্রোটেকশন প্ল্যানও আনা হয়েছে লিনিং টাওয়ার অব পিসা-কে সংরক্ষণ করতে।

জানা গিয়েছে, লিনিং টাওয়ারের চারদিক ঘিরে ধাতব বেড়া বা বেষ্টনী তৈরি করা হবে। যদি টাওয়ারটি ভেঙে পড়ে, তাহলে কোনও পর্যটক যাতে আহত না হন এবং আশেপাশের ইমারতগুলি ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই বেষ্টনী তৈরি করা হয়েছে। আপাতত লিনিং টাওয়ারে যাওয়ার সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।