Mamata in Dubai: ‘বাংলায় ৮টি হোটেল খুলছে আইটিসি’, দুবাইয়ে মমতার পাশে দাঁড়িয়ে ঘোষণা ITC কর্তার

Mamata Banerjee in Dubai: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনে গিয়েছেন। সেখানে রয়েছেন আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরীও। সেখান থেকেই বাংলায় আরও হোটেল খোলার কথা জানালেন আইটিসি কর্তা।

Mamata in Dubai: 'বাংলায় ৮টি হোটেল খুলছে আইটিসি', দুবাইয়ে মমতার পাশে দাঁড়িয়ে ঘোষণা ITC কর্তার
আইটিসি কর্তা সঞ্জীব পুরীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 6:52 PM

দুবাই: দুবাইয়ে বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা আইটিসি কর্তা সঞ্জীব পুরীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনে গিয়েছেন। সেখানে রয়েছেন আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরীও। সেখান থেকেই বাংলায় আরও হোটেল খোলার কথা জানালেন আইটিসি কর্তা। বাংলায় আইটিসির পাঁচটি হোটেল রয়েছে বর্তমানে। তার মধ্যে কলকাতায় রয়েছে দু’টি হোটেল। সঞ্জীব পুরী জানালেন, ‘শীঘ্রই পশ্চিমবঙ্গে আমাদের আটটি হোটেল খুলে যাবে।’ ছুটি কাটাতে কিংবা বাণিজ্যিক কোনও কাজে বাংলায় এসে, পর্যটকরা এই হোটেলগুলিতে থাকতে পারবেন। সঞ্জীব পুরীর এই ঘোষণার ফলে বাংলার পর্যটন ক্ষেত্র আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আইটিসি কর্তার কথায়, পশ্চিমবঙ্গ হল উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। সেদিক থেকে হোটেল ব্যবসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনেক লাভজনক বলেই মনে করছেন তিনি। বললেন, ‘পর্যটনের ক্ষেত্রেও অত্যন্ত উৎকর্ষ বাংলা। বাংলার সংস্কৃতি থেকে শুরু করে অ্যাডভেঞ্চার… পর্যটনের সব কিছুরই উপাদান রয়েছে এখানে।’ শুধু তাই নয়, বাংলা যে শিক্ষাক্ষেত্রেও গোটা দেশে নিজের উৎকর্ষতা প্রমাণ করেছে, সে কথাও এদিন বাণিজ্য সম্মেলনে তুলে ধরেন আইটিসি কর্তা। দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে সঞ্জীব পুরী জানালেন, বাংলায় দক্ষ প্রতিভার অভাব নেই। ফলে সহজেই সংস্থাগুলি দক্ষ কর্মী পেয়ে যাবেন।

বাংলার আর্থিক শ্রীবৃদ্ধির কথা বোঝানো গিয়ে, জিডিপির কথাও তুলে ধরলেন তিনি। জানালেন, বাংলার বর্তমান জিডিপি, দেশের গড় জিডিপির থেকে বেশি। বললেন, ‘বাংলায় লগ্নির বাজার ক্রমেই বাড়ছে এবং দেশ-বিদেশে সম্ভাব্য বাজারের একটি গেটওয়ে হয়ে উঠতে পারে বাংলা।’