Indians in Russia War: চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে ভারতীয়দের পাঠানো হচ্ছে যুদ্ধে?
Indians made to join Wagner army: রাশিয়ায় থেকে কাজ দেওয়ার প্রলোভন দিচ্ছে কিছু বিদেশি নিয়োগকারী সংস্থা। রাশিয়ায় যাওয়ার পর, তাদের কাজ দেওয়ার বদলে বাধ্য করা হচ্ছে বেসরকারী যোদ্ধা সামরিক গোষ্ঠী ওয়াগনারে যোগ দিতে। তারপর, যুদ্ধ করতে পাঠানো হচ্ছে ইউক্রেনে! সাহায্য চেয়ে বার্তা পাঠালেন তাঁরা।
মস্কো: নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল বাংলা। শিক্ষা, স্বাস্থ্য, পুরসভা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তও চলছে। এরই মধ্যে, এক আন্তর্জাতিক স্তরের বিপজ্জনক নিয়োগ প্রতারণার খবর পাওয়া গেল। বেশ কয়েকটি ভারতীয় পরিবারের অভিযোগ, রাশিয়ায় থেকে কাজ দেওয়ার প্রলোভন দিচ্ছে কিছু বিদেশি নিয়োগকারী সংস্থা। রাশিয়ায় যাওয়ার পর, তাদের কাজ দেওয়ার বদলে বাধ্য করা হচ্ছে বেসরকারী যোদ্ধা সামরিক গোষ্ঠী ওয়াগনারে যোগ দিতে। তারপর, যুদ্ধ করতে পাঠানো হচ্ছে ইউক্রেনে! এই ওয়াগনার যোদ্ধা গোষ্ঠীর ক্রেমলিনের অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে ইউক্রেনের ডনবাস এলাকার বাঘমুট শহরে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত তারা। অন্তত ছয়জন ভারতীয় এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ছয়জনের একজন হলেন তেলঙ্গানার বাসিন্দা মহম্মদ সুফিয়ান। ২২ বছর বয়সী এই যুবক, ইউক্রেন থেকে একটি ভিডিয়ো বার্তা পাঠিয়েছে তাঁর পরিবারের কাছে। উদ্ধারের জন্য সাহায্য চেয়েছে ভারত সরকারের কাছে। ওই যুবকই জানিয়েছেন, তিনি ছাড়াও এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন কর্নাটকের কালবুর্গী জেলার আরও তিন ব্যক্তি। চারজনই একসঙ্গে আছেন। মহম্মদ সুফিয়ান জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে আরও দুই যুবক একইভাবে ওয়াগনার গোষ্ঠীতে যোগ দিতে বাধ্য হয়েছেন। কিন্তু, তাঁদের অন্যত্র যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তাঁদের আর কোনও খবর পাওয়া যাচ্ছে না।
সুফিয়ান তাঁর পরিবারের কাছে যে ২ মিনিটের ভিডিয়ো পাঠিয়েছে, তাতে তাঁর পরনে সেনাবাহিনীর জঙ্গলা ছাপের উর্দি ছিল। তিনি জানিয়েছেন, গত বছর দুবাইয়ে এই প্রতারণা চক্রের এক সদস্যের সঙ্গে তাঁদের আলাপ হয়েছিল। ওই ব্যক্তি মাসে ২ লক্ষ টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীর কাজের প্রলোভন দেখিয়েছিলেন। ২৩ ডিসেম্বর ভারত থেকে পর্যটকের ভিসা দিয়ে তাঁদের রাশিয়ায় পাঠিয়েছিল নিয়োগকারীরা। তার আগে সিকিওরিটি ডিপোজিট হিসেবে তাঁদের ৩.৫ লক্ষ টাকা করে দিতে হয়েছিল ওই নিয়োগকারী সংস্থাটিকে। কিন্তু রাশিয়ায় পৌঁছনোর পর তাঁদের স্বপ্ন ভেঙে গিয়েছিল। ওয়াগনার গোষ্ঠীতে যোগ দিয়ে, তাঁদের যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। ভিডিয়োতে সুফিয়ান বলেছেন, “দয়া করে আমাদের বাঁচান, আমরা হাই-টেক প্রতারণার শিকার।”
‘বাবা’ নামে মহারাষ্ট্রের এক ব্যক্তি তাঁদের এই চাকরির প্রলোভন দেখিয়েছিল বলে দাবি করেছে সুফিয়ানরা। ওই ব্যক্তি ইউটিউবে বাবা ভ্লগ নামে একটি ভ্লগ চালায়। তার সঙ্গে রুশ বেসরকারি যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের কীভাবে যোগাযোগ হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। গত বছর এক বিমান দুর্ঘটনায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন। তার আগে ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করেছিলেন, একসময় ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। তাঁর মৃত্যুর পর, দীর্ঘদিন এই গোষ্ঠী নতুন সেনা সদস্য নিয়োগ করা বন্ধ রেখেছিল। ইয়েভজেনির ছেলে পাভেল প্রিগোজিন গোষ্ঠীর নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর, গত বছরের নভেম্বর থেকে ফের নতুন লোক নেওয়া শুরু করেছে ওয়াগনার গোষ্ঠী।
সুফিয়ানরা জানিয়েছেন, তাঁরা বর্তমানে কোথায় আছেন, সেই সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। জায়গাটি জঙ্গলে ঘেরা। এরপর, তাঁদের কোথায় পাঠানো হবে, তাও জানেন না তাঁরা। সূত্রের খবর, শুধুমাত্র এই ছয়জনই নন, ইউক্রেন যুদ্ধ চলাকালীন, আরও অন্তত ৬০ জন ভারতীয়কে জোর করে এই রুশ বেসরকারি সেনায় ভর্তি করা হয়েছে। ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে তাদের মোতায়েন করা হয়েছে। দেশের সঙ্গে যোগাযোগ করারও কোনও উপায় নেই তাদের। অনেকে রুশ সেনাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে, পরিবারে বার্তা পাঠিয়েছেন।