বৈচিত্রই মূলমন্ত্র বাইডেনের! হোয়াইট হাউসে নিযুক্তদের ৬১ শতাংশ মহিলা আধিকারিক

হোয়াইট হাউসের একের পর এক প্রথা ভেঙে নতুন রূপে দল সাজিয়ে মসনদে বসতে চলেছেন জো বাইডেন।

বৈচিত্রই মূলমন্ত্র বাইডেনের! হোয়াইট হাউসে নিযুক্তদের ৬১ শতাংশ মহিলা আধিকারিক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 8:52 PM

ওয়াশিংটন: মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে (Kamala Harris) ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করেই চমক দিয়েছিলেন জো বাইডেন (Joe Biden)। রেকর্ড ভোটে জিতেছেন জো। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা। তারপরেও একের পর এক চমক দিচ্ছেন কমলা-জো জুটি। হোয়াইট হাউসের একের পর এক প্রথা ভেঙে নতুন রূপে দল সাজিয়ে মসনদে বসতে চলেছেন জো বাইডেন।

বুধবার জো বাইডেন ও কমলা হ্যারিসের ট্রানজিসন দল জানিয়েছে, হোয়াইট হাউসে নিযুক্ত আধিকারিকদের ৬১ শতাংশই মহিলা। বাইডেনের ট্রানজিসন দল বিবৃতি দিয়ে এ-ও জানিয়েছে হোয়াইট হাউসের নতুন দল একেবারে আমেরিকার মতই হবে। যেখানে সব স্তরের প্রতিনিধিত্ব থাকবে। হোয়াইট হাউসের আধিকারিকদের মধ্যে যেমন অশ্বেতাঙ্গরা থাকবেন, তেমনই থাকবেন সমকামীরাও। এবিষয়েও নিশ্চিত করেছে ট্রানজিসন দল।

নবনিযুক্ত দলে থাকবে সব বয়সের প্রতিনিধিত্ব। তরুণদের সঙ্গে মধ্যবয়স্করাও থাকবেন হোয়াইট হাউসের আধিকারিদের মধ্যে। এদিন আধিকারিকদের নাম ঘোষণার সময় বাইডেন বলেন, “শুরু থেকেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে বেছে নিয়ে আমি বুঝিয়ে ছিলাম আমার প্রশাসনিক দল একদম আমেরিকার মতোই হবে, যেখানে বৈচিত্র থাকবে। সব স্তরের প্রতিনিধিত্ব থাকলে তবেই কঠিন সময়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে।”

আরও পড়ুন: ৯৩ টি খুন করে সাজা পেল ৬ বছর! চেনেন আমেরিকার ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার’কে?

নতুন দলকে নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান কমলা হ্যারিসও। প্রথম দিন থেকেই সবরকমের পরিস্থিতি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই দল, এমনটা জানান হোয়াইট হাউসের হবু প্রধান স্টাফ রন ক্লেইন।