Kenya Accident: একটা গাড়ির উপরে উঠে গেল আরেকটা, তালগোল পাকিয়ে গেল দেহগুলি, কেনিয়ায় বীভৎস দুর্ঘটনায় মৃত ৪৯

Road Accident: বিগত কয়েক বছরে কেনিয়ায় এটা সব থেকে ভয়ঙ্করতম দুর্ঘটনা। শুক্রবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। পরপর একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

Kenya Accident: একটা গাড়ির উপরে উঠে গেল আরেকটা, তালগোল পাকিয়ে গেল দেহগুলি, কেনিয়ায় বীভৎস দুর্ঘটনায় মৃত ৪৯
কেনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 6:43 AM

নাইরোবি: দীর্ঘ হাইওয়ে, তাতে লম্বা যানজট। হঠাৎ পিছন থেকে শোনা গেল একটা বিকট শব্দ আর আর্তচিৎকার। সামনে গাড়িতে বসে থাকা যাত্রীরা পিছন ফিরে দেখলেন একটা গাড়ির উপরে উঠে গেল আরেকটা গাড়ি (Accident)। একাধিক গাড়ির সংঘর্ষে তালগোল পাকিয়ে গিয়েছে সমস্ত কিছু। সাদা ধোঁয়া আর আর্তচিৎকারে ঢাকল গোটা এলাকা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪৯ জনের। শুক্রবার বিকেলে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে কেনিয়ায় (Kenya)। এখনও অবধি উদ্ধারকাজ জারি রয়েছে।

কেনিয়ার মন্ত্রী জানিয়েছেন, বিগত কয়েক বছরে কেনিয়ায় এটা সব থেকে ভয়ঙ্করতম দুর্ঘটনা। শুক্রবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। পরপর একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পশ্চিম কেনিয়ার পথ দুর্ঘটনায় ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে। এখনও অবধি ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে। গাড়িগুলির ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

শনিবার কেনিয়ার পরিবহন মন্ত্রী কিপচুমবা মুরকোমেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, “লোনদিয়ানিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় আমরা ৪৯ জনকে হারিয়েছি।”

জানা গিয়েছে, পশ্চিম কেনিয়ার নাকুরু ও কেরিচোর সংযোগস্থলে হাইওয়েতে সংঘর্ষ হয়। হাইওয়ের উপরে ব্যাপক যানজট ছিল। হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে গাড়ির পিছনে। এত জোরে সংঘর্ষ হয় যে একের পর এক গাড়িতে সংঘর্ষ হয়। কমপক্ষে ৩০-৪০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এখনও অবধি ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।