Video: সারা গায়ে দাউ দাউ আগুন, অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটছেন ‘মানব মশাল’

Human torch Jonathan Vero: তিনি জানিয়েছেন, নিজের ক্ষমতাকে বারবার পরীক্ষার মুখে ফেলতে চান। 'আগুনের খেলোয়াড়' হিসেবে তিনি নিজেকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে চান।

Video: সারা গায়ে দাউ দাউ আগুন, অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটছেন 'মানব মশাল'
৩৯ বছরের জোনাথন একজন পেশাদার স্টান্টম্যান হিসাবেও কাজ করেনImage Credit source: Twitter video grab
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 11:30 PM

প্যারিস: সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই অবস্থায় অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটে চলেছেন এক ব্যক্তি। ১৭ সেকেন্ডে পেরিয়ে গেলেন ১০০ মিটার। তারপরও থামলেন না। শেষ পর্যন্ত ২৭২.২৫ মিটার দৌড়ে তবে থামলেন তিনি। আর তার মধ্যেই গড়ে ফেললেন দু-দুটি বিশ্বরেকর্ড। ‘হিউম্যান টর্চ’ বা ‘মানব মশাল’ নামে পরিচিত ওই ব্যক্তি আসলে একজন ফরাসি দমকল কর্মী, নাম জনাথন ভেরো। দৌড়ের সময় তাঁর পরণে অগ্নিরোধক পোশাক ছিল। সম্প্রতি, তিনি তাঁর নিজ শহর হাউবার্ডিনে, অক্সিজেন ছাড়া দ্রুততম এবং দীর্ঘতম ‘ফুল বডি বার্ন রানের’ নতুন রেকর্ড গড়েছেন। এর আগে, দ্রুততম ‘ফুল বডি বার্ন রানের’ রেকর্ড ছিল অ্যান্টনি ব্রিটন নামে এক ব্যক্তির দখলে। জোনাথন, তাঁর থেকে ৭.৫৮ সেকেন্ড কম সময়ে ১০০ মিটার দৌড়েছেন। তাঁর এই দুই রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

জোনাথন ভেরোর ওই গায়ে আগুন দিয়ে রেকর্ড গড়া দৌড়ের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি একটি অগ্নি-প্রতিরোধক পোশাক অ্যাথলেটিক ট্র্যাকে দৌড় শুরুর জন্য দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে অগ্নি নির্বাপক যন্ত্র হাতে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টারা। এক ব্যক্তি পিছন থেকে তাঁর পিঠে এবং পায়ে আগুন ধরিয়ে দিতেই, তিনি জ্বলন্ত শিখা-সহ দৌড়তে শুরু করেন। সবথেকে কম সময়ে ১০০ মিটার ফুল বডি বার্ন রানের রেকর্ড গড়ার পাশাপাশি জোনাথন গায়ে আগুন দিয়ে সবথেকে বেশি দূরত্ব দৌড়নোর রেকর্ডও করেছেন। এই ক্ষেত্রে তিনি নিজেরই আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে তিনি গায়ে আগুন দিয়ে ২০৪.২৩ মিটার দৌড়েছিলেন।

দমকল কর্মী হিসেবে আগুন নেভানোর পাশাপাশি, ৩৯ বছরের জোনাথন একজন পেশাদার স্টান্টম্যান হিসাবেও কাজ করেন। জোড়া রেকর্ড গড়ার পর তিনি বলেছেন, বরাবরই তাঁর আগুনের প্রতি আকর্ষণ ছিল। তিনি আগুন নিয়ে খেলতে ভালবাসেন। বস্তুত আগুন নিয়ে জাগলিং, আগুন খাওয়ার মতো স্টান্ট দেখিয়ে থাকেন তিনি। আর এভাবেই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘মানব মশাল’ উপাধি। তিনি জানিয়েছেন, নিজের ক্ষমতাকে বারবার পরীক্ষার মুখে ফেলতে চান তিনি। ‘আগুনের খেলোয়াড়’ হিসেবে তিনি নিজেকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে চান। এই রেকর্ড গড়ার জন্য তিনি তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মধ্যে এখনও অনেক বারুদ রয়েছে। আর বেশ কিছু রেকর্ডের পিছনে ছুটবেন তিনি।