King Charles: ‘ডার্লিং মামা, থ্যাঙ্ক ইউ…’, বাকি জীবন মায়ের দেখানো পথেই চলার শপথ রাজা জর্জের

King Charles: জাতির উদ্দেশ্যে প্রথম সম্ভাষণেই রাজা চার্লস বলেন, "মায়ের প্রয়াণ আমাদের সকলের কাছেই খুব দুঃখের। এই ক্ষতি অপূরণীয়। আমি মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে চাই এবং আজীবন তিনি যে পরিষেবা দিয়ে গিয়েছেন, তাকে সম্মান জানাতে চাই।"

King Charles: 'ডার্লিং মামা, থ্যাঙ্ক ইউ...', বাকি জীবন মায়ের দেখানো পথেই চলার শপথ রাজা জর্জের
জাতির উদ্দেশ্যে ভাষণ রাজা চার্লসের।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 6:16 AM

লন্ডন: সদ্য মাকে হারিয়েছেন। ঠিক করে শোক প্রকাশের সময়টুকুও পাননি, তার মধ্যেই ইংল্যান্ডের রাজগদিতে বসলেন চার্লস। এখন থেকে তিনি আর প্রিন্স চার্লস নন, পরিচিত হবেন কিং চার্লস হিসাবেই। বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের ২৪ ঘণ্টা পরই শুক্রবার, ইংল্যান্ডের রাজা হিসাবে দায়িত্ব গ্রহম করলেন কিং চার্লস। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম সম্ভাষণেই তিনি ধন্য়বাদ জানালেন নিজের মাকে। বললেন, “প্রিয় মা, ধন্যবাদ”। নিলেন আজীবন জণগণের সেবায় নিয়োজিত থাকার শপথও।

বিগত ৭০ বছর ধরে ইংল্যান্ডের শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে করোনা মহামারি, সবকিছুরই সাক্ষী ছিলেন তিনি। এই দীর্ঘ জীবনেই ইতি পড়ে গত বৃহস্পতিবার। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর অবর্তমানেই উত্তরসূরী হিসাবে এবার রাজার গদি পেলেন চার্লস। রাজ পরিবারের নিয়ম অনুযায়ীই রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করেন।

জাতির উদ্দেশ্যে প্রথম সম্ভাষণেই রাজা চার্লস বলেন, “মায়ের প্রয়াণ আমাদের সকলের কাছেই খুব দুঃখের। এই ক্ষতি অপূরণীয়। আমি মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে চাই এবং আজীবন তিনি যে পরিষেবা দিয়ে গিয়েছেন, তাকে সম্মান জানাতে চাই। উনি আজীবন যে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেই কাজই আমি নিজের জীবনও উৎসর্গ করব।”

মায়ের স্মৃতিচারণ করে কিং চার্লস বলেন, ” ১৯৪৭ সালে তাঁর (রানি দ্বিতীয় এলিজাবেথ) ২১ তম জন্মদিনে তিনি কেপটাউনের ব্রডকাস্ট অনুষ্ঠানে শপথ নেন যে তাঁর জীবন সাধারণ মানুষের মঙ্গলকামনায় উৎসর্গ করবেন। এটা শুধু একটা প্রতিশ্রুতি নয়,এটা ব্যক্তিগত এক শপথ ছিল, যা তাঁর গোটা জীবনকে বদলে দিয়েছিল।”

৭৩ বছর বয়সে রাজগদিতে বসার পর রাজা চার্লস বলেন, “আমার প্রিয় মা, তুমি বাবার সঙ্গে মিলিত হওয়ার শেষ যাত্রা শুরু করলে, আমি শুধু এইটুকুই বলতে চাই যে ধন্য়বাদ।”