USA Crime: ছেলেকে ডিভোর্স দিতে পারে পুত্রবধূ! আতঙ্কে মারাত্মক কাণ্ড ঘটাল প্রৌঢ়
Murder Case: পুলিশ জানিয়েছে অভিযুক্ত প্রৌঢ়ের নাম সিতল সিং দোসাঞ্জ। তাঁর পুত্রবধু গুরপ্রীত কৌর দোসাঞ্জকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
স্যান জোস: মার্কিন মুলুকে আবার এক খুনের ঘটনা ঘটেছে। ৭৪ বছর বয়সী ইন্দো-আমেরিকান ব্যক্তি স্যান জোসের ওয়ালমার্টের পার্কিং লটে তাঁর পুত্রবধুকে গুলি করে খুন করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর ছেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করছিল, সেই কারণেই তাঁকে হত্যা করেছে ওই ব্যক্তি। স্যান জোস পুলিশ জানিয়েছে ৩০ সেপ্টেম্বর এই খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত প্রৌঢ়ের নাম সিতল সিং দোসাঞ্জ। তাঁর পুত্রবধু গুরপ্রীত কৌর দোসাঞ্জকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুরপ্রীত ওয়ালমার্টেই কাজ করতেই কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্তে নেমে শীতল সিংকে গ্রেফতার করে পুলিশ। মৃত মহিলার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, নিজের এক নিকট আত্মীয়কে ফোন করে গুরপ্রীত জানিয়েছিলেন, তাঁর শ্বশুর তাঁকে খুঁজে বেড়াচ্ছে এবং তাঁর ক্ষতি করে দিতে পারে।
পুলিশ জানিয়েছে, গুরপ্রীতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল এবং তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ওয়ালমার্টের গুরপ্রীতের সহকর্মীরা পার্কিং লট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, গুরপ্রীত তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মনস্থির করে নিয়েছিলেন। সিসিটিভি ফুটেজের ভিডিয়ো খতিয়ে দেখে পুলিশ দেখেছে শীতলের কালো গাড়ি ওয়ালমার্টের পার্কিং লটে প্রবেশ করেছিল। ফ্রেন্সোর বাড়ি থেকে শীতলকে গ্রেফতার করা হয় এবং তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাঁকে এই মুহূর্তে স্যান জোসের জেলে পাঠানো হয়েছে।