Lost Man: ২৪ দিন কেচআপ খেয়েই বেঁচেছিলেন! সমুদ্রে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ব্যক্তি
Lost Man: সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন কলোম্বিয়ার এক ব্যক্তি। তারপর ২৪ দিন কেচআপ খেয়েই কাটিয়েছেন।
বোগোটা: কখনও ভেবে দেখেছেন এমন এক জায়গায় হারিয়ে গেলেন যেখানে চারপাশে কোথাও মেলে না খাবার। সঙ্গে কোনও সঙ্গীও নেই। আর সঙ্গী থাকলেও ভূতের রাজা আপনাদের কোনও বর দেয়নি যে তালি মেরেই আপনারা থালা ভর্তি করে খাবার পেয়ে যাবেন। তাহলে সেই মুহূর্তে কীভাবে বেঁচে থাকবেন? ভেবে দেখেছেন কখনও? তবে হঠাৎ করে এমনটাই ঘটল ৪৭ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে। তিনি ডমিনিকার ক্যারিবিয়ান আইল্যান্ডের বাসিন্দা। জানা গিয়েছে, মাঝ সমুদ্রে হারিয়ে গেলেন তিনি। ২৪ দিন জাহাজেই দিন কেটেছে তাঁর। কী খেয়ে বেঁচে ছিলেন তা শুনলে অবাক হবেন।
এই ২৪ দিন কেবলমাত্র কেচ আপ খেয়েছিলেন তিনি। কলোম্বিয়ার নৌবাহিনীর তরফে এমনটাই জানানো হয়েছে। কলোম্বিয়ার নেভির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে ৪৭ বছর বয়সী এলভিস ফ্রাঙ্কোয়েস বলেন, “আমার কাছে কোনও খাবার ছিল না। জাহাজে কেবলমাত্র এক বোতল কেচআপ, গার্লিক পাউডার ও ম্যাগিই ছিল। সেটাই গরম জলে মিশিয়ে খেতাম। ২৪ দি এভাবেই কাটিয়েছি।”
ফ্রাঙ্কোয়েস জানিয়েছেন, সমুদ্রে দিকভ্রষ্ট হওয়ার পর তিনি পাশ দিয়ে বহু বোট যেতে দেখেছেন। তাদের উদ্দেশ্য করে পতাকাও দেখিয়েছিলেন। কিন্তু তাঁরা তাকে দেখতে পাননি। তারপর তিনি নিজের উদ্ধারের পুরো কাহিনি শেয়ার করেন। তিনি বলেন, “শেষের দিকে গত ১৫ জানুয়ারি আমি একটি বিমান দেখতে পেয়েছিলাম। আমার কাছে আয়না ছিল। সূর্যের আলোর সাহায্যে ওই আয়না ব্যবহার করে আমি বিমানে সংকেত পাঠিয়েছিলাম।” তিনি বলেন, এই বিমানের কারণে আজ তিনি উদ্ধার হয়েছেন। সংকেত পেয়ে বিমান ক্রু নৌবাহিনীকে খবর দেন। তারপর একটি জাহাজ গিয়ে ফ্রাঙ্কোয়েসকে উদ্ধার করে।
ফ্রাঙ্কোয়েস বলেছেন,”২৪ দিন, জমি নেই। কথা বলার মতো কেউ নেই। কী করব, জানি না। কোথায় আছি, জানি না। এটা কঠিন ছিল। একটি নির্দিষ্ট সময় আমি আশা হারিয়ে ফেলি। আমি আমার পরিবারের কথা চিন্তা করি।” নৌবাহিনীর দ্বারা প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন ডাক্তার এলভিস ফ্রাঙ্কোয়সকে পরীক্ষা করছেন। নৌবাহিনী জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে নেদারল্যান্ডস অ্যান্টিলেসের সেন্ট মার্টেনের ক্যারিবিয়ান দ্বীপের এক বন্দরে একটি পালতোলা নৌকা মেরামতের কাজ করছিলেন তিনি। সেই সময় আবহাওয়া হঠাৎ করেই খারাপ হয়ে যায় এবং তাঁকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। বিবৃতিতে বলা হয়েছে, “দিক নির্দেশের কোনও জ্ঞান না থাকায় তিনি সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন এবং দিশেহারা হয়ে পড়েছিলেন।” তিনি তাঁর সেল ফোন থেকে কল করারও চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সিগন্যাল হারিয়ে ফেলেছিলেন।