Madison Marsh: যুদ্ধবিমান ওড়ান, আবার ব়্যাম্পেও হাঁটেন! ম্যাডিসনের সৌন্দর্যে মাত ফ্যাশন দুনিয়া

আমেরিকার এয়ারফোর্স অ্যাকাডেমি (USAFA) থেকে স্নাতক পাশ করেছেন ম্যাডিসন। এর পর এয়ারফোর্স অফিসার হিসাবে ইতিমধ্যেই যোগ দিয়েছেন কাজে। সেই কাজের ফাঁকে হাভার্ড কেনেডি স্কুল থেকে স্নাতকোত্তর কোর্সও করেছেন। এর পাশাপাশি ফ্যাশন প্রতিযোগিতাতেও অংশ নিতে দেখা যায় তাঁকে।

Madison Marsh: যুদ্ধবিমান ওড়ান, আবার ব়্যাম্পেও হাঁটেন! ম্যাডিসনের সৌন্দর্যে মাত ফ্যাশন দুনিয়া
ম্য়াডিসন মার্শImage Credit source: Instagram
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 6:53 PM

নিউইয়র্ক: বায়ুসেনার অ্যাকাডেমিতে নিয়েছেন পাইলট হওয়ার পড়াশোনা। যুদ্ধবিমান ওড়ানোর ট্রেনিং সম্পূর্ণ করেছেন। শীঘ্রই তিনি দেশের জন্য যুদ্ধবিমান ওড়াবেন। যুদ্ধে যাবেন। কিন্তু তার আগে গ্ল্যামার দুনিয়ায় নজর কাড়ছেন এক যুবতী। ২২ বছরের ওই যুবতীর নাম ম্যাডিসন মার্শ। ইতিমধ্যেই মিস কলোরাডো খেতাব জিতেছেন তিনি। এখন তিনি মিস আমেরিকা হওয়ার দৌড়ে নেমেছেন। যুদ্ধবিমানের পাইলটের এই যাত্রা মুগ্ধ করেছে নেটিজেনদেরও। এই সুন্দরীকে নিয়েই এখন চর্চায় মেতেছেন তাঁরা।

আমেরিকার এয়ারফোর্স অ্যাকাডেমি (USAFA) থেকে স্নাতক পাশ করেছেন ম্যাডিসন। এর পর এয়ারফোর্স অফিসার হিসাবে ইতিমধ্যেই যোগ দিয়েছেন কাজে। সেই কাজের ফাঁকে হাভার্ড কেনেডি স্কুল থেকে স্নাতকোত্তর কোর্সও করেছেন। এর পাশাপাশি ফ্যাশন প্রতিযোগিতাতেও অংশ নিতে দেখা যায় তাঁকে।

মিস আমেরিকায় অংশ নিয়েছেন আমেরিকার বিভিন্ন প্রদেশের বিজয়ীরা। ১৩ এবং ১৪ জানুয়ারি ফ্লোরিডাতে হবে সেই প্রতিযোগিতা। এর জন্যই এখন প্রস্তুত হচ্ছেন এই সুন্দরী পাইলট। তিনিই প্রথম যিনি এয়ারফোর্সে চাকরির পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন। মার্শ জানিয়েছেন, ছোট থেকেই তিনি পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। ১৩ বছর বয়সে স্পেস ক্যাম্পে গিয়ে সেই ইচ্ছে আরও জাঁকিয়ে বসে তাঁর মনে। এর পর এয়ারফোর্সের অ্যাকাডেমিতে পড়ার সুযোগ আসে তাঁর কাছে। সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি। যুদ্ধবিমান চালানোর কাজও পেয়েছেন। সঙ্গে ব়্যাম্প মাতাচ্ছেন।