প্রেমিকা হিসাবে ভাড়া দেন নিজেকে! অগুন্তি পুরুষের সঙ্গে ঘুরেছেন ৫৫ দেশ
উচ্চ শিক্ষিত ওই যুবতী প্রথাগত চাকরিতে ঢোকেননি। বদলে তিনি নিজেকে ভাড়া দিয়েছে গার্লফ্রেন্ড হিসাবে। তবে গার্লফ্রেন্ড হিসাবে তিনি অন্য সময় দেন না। কেবলমাত্র বিদেশে ঘুরতে গেলে তিনি গার্লফ্রেন্ড হিসাবে যান। এই কাজ করেই বছরে ৩ কোটি টাকা রোজগার করছেন তিনি।
নিউ ইয়র্ক: অর্থনৈতিক বিষয়ে স্বনির্ভর হতে এক মহিলারা বিভিন্ন ধরনের কাজে নিজেকে যুক্ত করেন। বিভিন্ন জন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম কাজ করে থাকেন। ২৫ বছরের এক যুবতী যে ভাবে রোজগার করছেন, তা অবাক করেছে নেটিজেনদের। উচ্চ শিক্ষিত ওই যুবতী প্রথাগত চাকরিতে ঢোকেননি। বদলে তিনি নিজেকে ভাড়া দিয়েছে গার্লফ্রেন্ড হিসাবে। তবে গার্লফ্রেন্ড হিসাবে তিনি অন্য সময় দেন না। কেবলমাত্র বিদেশে ঘুরতে গেলে তিনি গার্লফ্রেন্ড হিসাবে যান। এই কাজ করেই বছরে ৩ কোটি টাকা রোজগার করছেন তিনি।
২৫ বছরের ওই যুবতীর নাম ইলেনা লালা। আমেরিকান ওই যুবতীকে নিয়ে সম্প্রতি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে সে দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমে। সেখানেই তিনি জানিয়েছেন কীভাবে রোজগার করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন পুরুষের গার্লফ্রেন্ড হিসাবে বিশ্বের ৫৫টি দেশ ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন তিনি। সেই সঙ্গে দামী উপহার এবং মোটা টাকা তো রয়েইছে। কোনও ব্যক্তি বিদেশে ঘুরতে গেলে প্রেমিকা হিসাবে তিনি তাঁর সঙ্গে যান বলে জানিয়েছেন। এর জন্য নির্দিষ্ট টাকাও নেন। অনেক ব্যক্তি একাধিক বার তাঁকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন। এ ভাবে পুরুষের সঙ্গিনী হিসাবে বিপুল রোজগার করছেন ওই যুবতী।