Russia: একদিনে আক্রান্ত ৪০ হাজার, মৃত্যু হাজার, মস্কো জুড়ে ‘লকডাউন’

Russia, corona, গত সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন (Vladimir Putin) জানিয়েছিলেন, করোনা শৃঙ্খল ভাঙার জন্য সমস্ত সংস্থাগুলিতে অক্টোবরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ৭ তারিখ অবধি ছুটি থাকবে। এর জন্য কর্মচারীদের কোনও রকম বেতন কাটা হবে না।

Russia: একদিনে আক্রান্ত ৪০ হাজার, মৃত্যু হাজার, মস্কো জুড়ে 'লকডাউন'
করোনা গ্রাসে রাশিয়া, অবস্থা ভয়াবহ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 7:20 PM

মস্কো: কোনও কিছুতেই যেন কাবু হচ্ছে না মারণ করোনা ভাইরাস (Corona Virus)। এবার ভাইরাসের কারণে পুতিনের দেশে জারি হল আংশিক লকডাউন (Lockdown)। বৃহস্পতিবার, ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে রাশিয়ার (Russia) রাজধানী মস্কোতে (Moscow) আংশিক লকডাউন জারি করা হয়েছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আগামী ১১ দিন জরুরি পরিষেবা ছাড়া সব কিছুতে দাঁড়ি টেনেছে সেদেশের প্রশাসন।

আজ, রাশিয়ায় সংক্রংমণের (covid infection) সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। সরকারি সূত্রে খবর, আজ রাশিয়াতে নতুন করে ৪০ হাজার ৯৬ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। সংক্রমণের ফলে রাশিয়াতে ১ হাজার ১৫৯ জন মারা গিয়েছেন। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাশিয়াতে করোনা অতিমারি (Covid pandemic) শুরুর সময় থেকেই সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

ইউরোপের দেশগুলির (European countries) মধ্যে রাশিয়াতে করোনার ব্যাপক প্রভাব পড়েছিল। করোনার আবির্ভাবের সময় থেকেই এই মারণ রোগের টিকা আবিষ্কার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে লড়াই শুরু হয়েছিল। যে দেশগুলি প্রথম টিকা (covid vaccine) আবিষ্কার করে তাঁর মধ্যে রাশিয়াও অন্যতম ছিল। স্পুটনিক ভি (Sputnik V) করোনা টিকা আবিষ্কার করে রাশিয়া। টিকা আবিষ্কারকদের তালিকায় প্রথম স্থানে থাকলেও রাশিয়াতে টিকাকরণের মাত্রা আশ্চর্যজনকভাবে খুবই কম ছিল।

নতুন করে এই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সেদেশের প্রশাসন জানিয়েছে আগামী নভেম্বর মাসে ৭ তারিখ অবধি রাশিয়াতে জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। দোকানপাট, রেস্তোরাঁ, খেলার মাঠ, জিম, বিনোদনের যাবতীয় প্রতিষ্ঠা সহ বন্ধ থাকবে সবকিছু। এই নিষেধাজ্ঞার সময় সেদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের দোকান, ওষুধের দোকান সহ প্রয়োজনীয় পণ্যের দোকানই শুধুমাত্র খোলা রাখা যাবে বলেই জানা গিয়েছে।

গত সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন (Vladimir Putin) জানিয়েছিলেন, করোনা শৃঙ্খল ভাঙার জন্য সমস্ত সংস্থাগুলিতে অক্টোবরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ৭ তারিখ অবধি ছুটি থাকবে। এর জন্য কর্মচারীদের কোনও রকম বেতন কাটা হবে না। এখনও অবধি সকলকে বাড়িতে থাকা নির্দেশ দেওয়া থেকে বিরত রয়েছে সেদেশের প্রশাসন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত বাড়িতে থাকার নির্দেশও দেওয়া হতে পারে। সরকারি পরিসংখ্যাম অনুযায়ী, করোনা আবির্ভাবের সময় থেকেই রাশিয়াতে এখনও অবধি ৮৪ লক্ষ জনের করোনা সংক্রমণ হয়েছে এবং এই সংক্রমণের কারণে ২ লক্ষ ৩৫ হাজার মানুষ মারা গিয়েছেন।

আরও পড়ুন COVID 19 : করোনায় গুরুতর অসুস্থদের ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে অ্যান্টিডিপ্রেস্যান্ট ফ্লুভোক্সামিন

আরও পড়ুন Bangladesh: ইমরানকে আমন্ত্রণ হাসিনার, কোন পথে মোড় নিচ্ছে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক?