Mysterious: বেডরুমের সিলিংয়ে অদ্ভুত ছাপ, কীসের দাগ জেনে গায়ে কাঁটা দিয়ে উঠল গৃহিনীর

সামাজিক মাধ্যমে সেই পোস্টের নীচে অনেকে অনেক রকম কমেন্ট করেন। কেউ কমেন্ট লেখেন, হতে পারে এই ছবি কোনও ভেজা স্যাঁতস্যাঁতে দাগ। মহিলা তখন বারবার তাঁর ওপরতলার ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করেন, ওপরের তলায় কোথাও কোনও জল জমে রয়েছে কিনা।

Mysterious: বেডরুমের সিলিংয়ে অদ্ভুত ছাপ, কীসের দাগ জেনে গায়ে কাঁটা দিয়ে উঠল গৃহিনীর
সিলিংয়ে অদ্ভুত ছাপImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2024 | 7:38 AM

ব্রিটেন: ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎই বেডরুমের সিলিংয়ে একটা অদ্ভুত ছাপ দেখতে পেয়েছিলেন। দেখে মনে হচ্ছিল, কিছু একটা পায়ের ছাপ! কিন্তু বিষয়টা নিয়ে সন্ধিহান ছিলেন মহিলা। তারপর সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবি দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করতে থাকেন। মহিলা প্রশ্ন করেছিলেন, “বেডরুমের সিলিংয়ে এই ধরনের ছাপ দেখতে পেয়েছি। কেউ কি বলতে পারবেন এটা কীসের ছাপ?”

সামাজিক মাধ্যমে সেই পোস্টের নীচে অনেকে অনেক রকম কমেন্ট করেন। কেউ কমেন্ট লেখেন, হতে পারে এই ছবি কোনও ভেজা স্যাঁতস্যাঁতে দাগ। মহিলা তখন বারবার তাঁর ওপরতলার ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করেন, ওপরের তলায় কোথাও কোনও জল জমে রয়েছে কিনা। তখন তিনি না বলে দেন। তখন বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি।

এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, আসলে স্যাঁতস্যাঁত হওয়ার মতো কোনও পরিস্থিতিই নেই। তাহলে এটা কীসের দাগ? এরপর ওই মহিলাকে সামাজিক মাধ্যমেই কমেন্ট করেন, হতে পারে এটা ইঁদুরের প্রস্রাবের দাগ। মহিলা তখন জানান, তাঁর ছেলেই এলাকায় ইঁদুরের প্রস্রাবের গন্ধ পেয়েছেন। তারপর মহিলা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ইঁদুরের প্রস্রাবেরই দাগ।