King Charles III Coronation: রাজার ছেলে হয়েও ঠাঁই পেলেন তৃতীয় সারিতে! প্রিন্স হ্য়ারিকে নিয়ে রাজপরিবারে নয়া বিতর্ক

Prince Harry: জল্পনা ছিল, রানির মৃত্যুর পর হয়তো রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘুচতে পারে হ্যারি-মেগানের। তাঁরা ফের রাজপরিবারে ফিরে আসতে পারেন। কিন্তু তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে তৃতীয় সারিতে প্রিন্স হ্য়ারির জায়গা হওয়ায় সেই জল্পনা ভেস্তে গিয়েছে।

King Charles III Coronation: রাজার ছেলে হয়েও ঠাঁই পেলেন তৃতীয় সারিতে! প্রিন্স হ্য়ারিকে নিয়ে রাজপরিবারে নয়া বিতর্ক
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 12:15 PM

লন্ডন: চেষ্টা করেও আড়াল করা সম্ভব হল না। ফের প্রকাশ্য়ে চলে এল ব্রিটেনের রাজ পরিবারের দ্বন্দ্ব। শনিবার ব্রিটেনের রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন তৃতীয় চার্লস। ৭৮ বছর বয়সে তাঁর রাজ্যাভিষেক হওয়ায় ব্রিটেনের রাজপরিবারে তিনিই প্রবীণতম রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এই রাজ্যাভিষেকেই দেখা গেল, অনুষ্ঠানের প্রথম সারিতে নেই রাজপরিবারের দুই সদস্য়। তৃতীয় চার্লসের রাজা হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়, রাজপরিবারের সদস্য়দের মধ্যে তৃতীয় সারিতে দাঁড়িয়ে রয়েছেন প্রিন্স হ্যারি ও প্রিন্স অ্যান্ড্রু। পরে বাকিংহাম প্যালেসের বারান্দায় রাজপরিবারের সদস্য়দের মধ্যেও প্রিন্স হ্যারি ও অ্যান্ড্রুকে দেখা যায়নি। রাজার ছেলে হওয়া সত্ত্বেও এত পিছনে প্রিন্স হ্য়ারির স্থান হওয়ায়, নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

শনিবার গোটা বিশ্বেরই নজর ছিল ব্রিটেনের দিকে। গত সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্য়ুর পরই যুবরাজ থেকে রাজার পদে উত্তীর্ণ হন তৃতীয় চার্লস। রানির মৃত্যুর আট মাস পরে শনিবার অবশেষে রাজ্য়াভিষেক হয় তৃতীয় চার্লসের। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশ-বিদেশের ২ হাজার অতিথি। রাজপরিবারের সমস্ত সদস্যদেরও উপস্থিতি বাধ্য়তামূলক ছিল।

মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সঙ্গে বিয়ে ও সন্তান হওয়ার পরই ২০২০ সালে রাজপরিবার ছেড়ে বেরিয়ে যান রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার পরই হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ব্রিটেনের রাজতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। রাজপরিবারের অন্দরে হওয়া নানা অন্যায়-অবিচারও জনগণের সামনে এনেছিলেন।

এত কিছুর পরও রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হতেই ছুটে আসেন প্রিন্স হ্য়ারি ও মেগান। রানির শেষকৃত্য়ের অনুষ্ঠানেও দেখা যায় তাদের। সেই সময়ই জল্পনা তৈরি হয়েছিল, রানির মৃত্যুর পর হয়তো রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘুচতে পারে হ্যারি-মেগানের। তাঁরা ফের রাজপরিবারে ফিরে আসতে পারেন। কিন্তু তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে তৃতীয় সারিতে প্রিন্স হ্য়ারির জায়গা হওয়ায় সেই জল্পনা ভেস্তে গিয়েছে।

অন্য়দিকে, শুধু হ্যারিই নন, রাজা তৃতীয় চার্লসের ভাই ‘ডিউক অব ইয়র্ক’ অ্যান্ড্রুকেও তৃতীয় সারিতে প্রিন্স হ্য়ারির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত ছিলেন অ্যান্ড্রু। আদালতের বাইরে সেই মামলার নিষ্পত্তি হলেও, তাঁকে রাজপরিবারের গুরুত্বপূর্ণ সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

রাজপরিবারে প্রিন্স হ্য়ারি ও প্রিন্স অ্যান্ড্রুর গুরুত্ব কমেছে, এই গুঞ্জনের মাঝেই জানা গিয়েছে, রাজা তৃতীয় চার্লসের করোনেশন বা রাজ্যাভিষেকের পর কনসার্টেও যোগ দেবেন না এই দুই প্রিন্স।